সপ্তাহান্তে রাজ্যের আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন। বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। দুপুর থেকে টানা প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিপাতের ফলে কলকাতার জায়গায় জায়গায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, স্ট্র্যান্ড রোড, এমজি রোডে হাঁটুসমান জল জমে যায়। এ ছাড়া কাঁকুড়গাছি আন্ডারপাস, উল্টোডাঙা আন্ডারপাস, আমহার্স্ট স্ট্রিট, ধর্মতলা চত্বরেও সমস্যায় পড়েন পথচারীরা। কোথাও হাঁটুসমান তো কোথাও তারও বেশি জল জমে রয়েছে। দুপুর থেকে কলকাতায় প্রায় ৪৯.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কলকাতার রাস্তায় রাস্তায় দেখা গিয়েছে এই চিত্র।
নিজস্ব চিত্র।
পাশাপাশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের আরও বিভিন্ন জেলাতে। শনিবার থেকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস সত্যি করে বেলা বাড়তেই মুষলধারে বৃষ্টিপাতের সাক্ষী হলেন কলকাতাবাসী। শনিবার সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা ছিল। এর পর দুপুর আড়াইটে নাগাদ ভারী বৃষ্টিপাত শুরু হয়। কলকাতার বৃষ্টিপাতের ফলে পুজোর কেনাকাটা করতে যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদেরও সমস্যা হয়েছে।
শনিবার সারা দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।