কয়েকদিন বৃষ্টির পর আকাশ এখন অনেকটাই সাফ। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। উত্তরবঙ্গে আরও ৪৮ ঘণ্টা চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় আজও বৃষ্টি হতে পারে।
আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে আরও ৪৮ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত পার্বত্য এলাকায়। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী তিন দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।
মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বিকেলের পর থেকে সার্বিকভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে।