সকাল হলেই কুয়াশা। একটু বেলা হলেই চড়ছে পারদ। গরম যে আসছে তা রোজই জানান দিচ্ছে আবহাওয়া। তবে এর মধ্য়েই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গে আজ এবং কাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।
কুয়াশা
উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে। বুধবার সকালে ঘন কুয়াশা। আংশিক মেঘলা আকাশ। বেলায় পরিষ্কার আকাশ। আজ ঘন কুয়াশা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি , পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। দৃশ্যমানতা বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ২০০ মিটারের নিচে। বৃহস্পতিবারে দু তিন জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা।
বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা প্রায় এরকমই থাকবে। স্বাভাবিকের কিছুটা উপরে। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও। কলকাতার পারদ আর সেভাবে নামার সম্ভাবনা নেই।
তাপমান
রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেড়ে ২১.৮ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৬ থেকে ৯৩ শতাংশ।