WATCH | Who Is Umar Nazir Mir | Ranji Trophy 2024-25: উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, আগুন ঝরালেন আরব সাগরের তীরে! রোহিত-রাহানে-দুবের শিকারি কে?

 উচ্চতা তাঁর ৬ফুট ৪ ইঞ্চি। কাশ্মীরের পেস তারকা তিনি। রঞ্জি ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে খুব একটা সুখকর হলেন না তিনি। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রোহিত মাত্র ৩ রানে আউট হয়ে ফিরে যান। ২৩ জানুয়ারি জম্মু-কাশ্মীরের পেস তারকা উমর নাজির মীরের একটি গুড লেংথয়ের ডেলিভারি পুল করতে যান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু সেখানেই ভুল করে বসেন। বলটা কোমর থেকে একটু বেশি উপরে উঠে যায়। ব্যাটের কানা লেগে সহজ ক্যাচ ৩০ গজের মধ্যেই। 

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1882382887225528768&lang=bn&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fumar-mir-who-dismissed-rohit-sharma-creates-huge-buzz_562529.html&sessionId=780524987cecc79f8fabb364766fef57a3669e29&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

রোহিতের পর হার্দিক তামোর এবং অজিঙ্কে রাহানেরও উইকেট নেন উমার। একের পর এক বাঘা বাঘা প্লেয়ারদের প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন উমার। এদিন মুম্বইয়ের ১২০ রানের জবাবে জম্মু-কাশ্মীর দিনের শেষে করেছে ৭ উইকেটে ১৭৪ রান। ১২০ রানে গুটিয়ে দেওয়ার নেপথ্যে রয়েছেন এই কাশ্মীরের এই ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসার। যিনি ১১ ওভারে ৪১ রানের বিনিময়ে চারটে উইকেট নিয়েছেন। তারপর থেকেই শুরু হয়েছে নানান জল্পনা। 

প্রশ্ন কে এই উমর? ২০১৩ সাল থেকে ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। এখনও পর্যন্ত ৫৭টি লাল বলের ম্যাচ খেলেছেন উমর। ১৩৮টি উইকেট পেয়েছেন তিনি। রনজির চলতি মরশুমেও বেশ ভালো ফর্মেও রয়েছেন। তিন ম্যাচে ১৫টি উইকেট পেয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.