শেষ উড়ান সাঙ্গ হয়েছিল সোমবার। মঙ্গলে আনুষ্ঠানিক ভাবে মিশে গেল টাটা গোষ্ঠীর দুই সংস্থা এয়ার ইন্ডিয়া (এআই) এবং ভিস্তারা । প্রয়াত রতন টাটার উদ্যোগ অনুসরণ করেই হল এই একত্রীকরণ।
২০২২ সালের জানুয়ারিতে এআই-এর রাশ হাতে নেওয়ার পর থেকে নিজেদের সমস্ত বিমান সংস্থাকে ঢেলে সাজাতে শুরু করেছিল টাটা গোষ্ঠী। এ জন্য সস্তার বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে মেশানো হয়েছিল এয়ার এশিয়া ইন্ডিয়াকে। পরের ধাপে প্রয়াত রতনের পরিকল্পনা মেনে এআই-এর সঙ্গে সংযুক্ত হল ভিস্তারা। একত্রীকরণের পরেও সংস্থার নাম এয়ার ইন্ডিয়া (এআই) থাকছে। ভিস্তারার বিমানগুলির নম্বর হবে চার অঙ্কের। তা শুরু হবে ‘২’ দিয়ে।
এআই-এর তরফে মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সংস্থা আপাতত ৯০টিরও বেশি অভ্যন্তরীণ এবং বিদেশি বিমানবন্দরে ৫,৬০০-র বেশি সাপ্তাহিক উড়ান পরিচালনা করবে। এই কাজে ব্যবহৃত হবে মোট ২০৮টি বিমান। প্রসঙ্গত, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে জোট বেঁধে ২০১৪-এ টাটারা ভিস্তারা তৈরি করেছিল। ২০২২-এ কেন্দ্রের ডাকা নিলামে কেনে এআইকে। এর পরেই দুই সংস্থাকে মেশানোর প্রক্রিয়া শুরু হয়। এর আওতায় বিভিন্ন বিভাগের সংযুক্তি, সংস্থা দু’টির কর্মীদের বেতন ও কাজের ধরনে সমতা আনার মতো পদক্ষেপ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে পাইলটদের অভিন্ন অবসরের বয়স নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল।