রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বাঁকুড়ায় বিজেপির ব্লক অফিস ঘেরাও

পঞ্চায়েত নির্বাচন ও ভোট গণনার সময় থেকেই রাজ্য জুড়ে শাসক দলের সন্ত্রাস, ভোট গণনায় কারচুপির প্রতিবাদে দলের ঘোষিত কর্মসূচি অনুসারে আজ বাঁকুড়া জেলার সমস্ত ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় এবং বিডিওদের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। জেলার ২২টি ব্লকেই এই কর্মসূচি পালিত হয়।

আজ সকালে বিজেপি বিধায়ক নিলাদ্রী দানার নেতৃত্বে দুই শতাধিক কর্মী সমর্থক ১নং ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নিলাদ্রী দানা বলেন, লোকসভা, বিধানসভা ভোটের মতোই পঞ্চায়েত নির্বাচনে ধরাশয়ী হওয়া ঠেকাতে পরিকল্পিত ভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করে। বিরোধীদের মনোনয়ন পত্র দাখিল করতে বাধা, কোথাও মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়া, কোথাও প্রার্থীদের মারধর করে মনোনয়ন পত্র জমা দিতে দেয়নি, তারপরও ভোটের দিন অবাধে ছাপ্পা ভোট দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। তারপরেও ভোট গণনার সময় বিজেপি সহ বিরোধী দলের নির্বাচনী এজেন্ট ও গণনা এজেন্টদের মারধর ক‍রে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তা সত্বেও গতবারের চেয়ে এবার দ্বিগুণের চেয়ে বেশি আসন দখল করেছে। ফলাফল দেখেই ঘুম ছুটেছে শাসক দলের। তাই ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস, মারধর, ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সন্ত্রাসের খবর তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের মারধর, মোবাইল ছিনতাই ইত্যাদির মতো জঘন্য ঘটনা ঘটেছে।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের উপর আক্রমণ গণতন্ত্রকে হত্যার সামিল। এই সন্ত্রাস বন্ধ ও সন্ত্রাসে যুক্ত ব্যক্তিদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি। বিক্ষোভ দেখানোর পর এক প্রতিনিধি দল বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন। নিলাদ্রী বাবু আরো বলেন, ভোট গণনার দিন গণনা কেন্দ্রের সামনে এক বিজেপি কর্মীকে মারধর করে তৃণমূলের লোকজন। এই ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.