অবৈধ ব্যবসায় জড়িয়েছে নাম! ইডি দফতরে বিজয় দেবরকোন্ডা, কী জানাল সহযোগী দল?

ইডি-র মুখোমুখি বিজয় দেবরকোন্ডা। বেআইনি বেটিং অ্যাপে নাম জড়ানোর পর থেকে আইনি জটিলতা পিছু ছাড়ছে না দক্ষিণী তারকার। বুধবার হায়দরাবাদের বশিরবাগে ইডি-র অফিসে পৌঁছলেন অভিনেতা। বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই বিজয়কে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে ইডি অফিসে বিজয় পৌঁছোতেই শুরু হয় আর এক বিপত্তি। মানুষের ঢল ঘিরে ধরে অভিনেতাকে। সেই সময়ে বিজয়ের সহযোগী দলের এক সদস্য স্পষ্ট জানিয়ে দেন, “স্যর এখন কথা বলতে পারবেন না।”

জানা গিয়েছে, অবৈধ অনলাইন বেটিং এবং গেমিং প্ল্যাটফর্মের হয়ে প্রচার করেছিলেন বিজয়-সহ আরও বেশ কয়েক জন তারকা। বিজয় ছাড়াও রাণা দগ্গুবাতী, মাঞ্চু লক্ষ্মী ও প্রকাশ রাজকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) সমন পাঠায়।

তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পাঞ্জাগুট্টা, মিয়াপুর, বিশাখাপত্তনম, সূর্যপেট এবং সাইবারাবাদে পুলিশের দায়ের করা এফআইআরের উপর ভিত্তি করে ইসিআইআর তৈরি করা হয়েছে। প্রশাসনের দায়ের করা সমস্ত এফআইআর-এ অভিযোগ করা হয়েছে, বিনোদন দুনিয়ার বেশ কিছু খ্যাতনামী এবং নেটপ্রভাবী অনলাইন জুয়াখেলার পাশাপাশি অনলাইন বেটিং অ্যাপেরও প্রচার করেছেন। খবর, চার অভিনেতা ছাড়াও ইডির নজরে রয়েছেন অভিনেত্রী নিধি আগরওয়াল, প্রণীতা, শ্রীমুখী এবং শ্যামলা।

উল্লেখ্য, দক্ষিণী অভিনেতাদের মধ্যে অন্যতম নাম বিজয় দেবরকোন্ডা। ‘অর্জুন রেড্ডি’, ‘ডিয়ার কমরেড’, ‘ওয়ার্ল্ড ফেমাস লভার’, ‘গীত গোবিন্দম’, ‘কুশি’-এর মতো দক্ষিণী ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান বিজয়। বলিউডে অনন্যা পাণ্ডের বিপরীতে ‘লাইগার’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে বিজয় ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিংডম’ নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.