বন্দে ভারতে এবার দারুণ সুবিধা। বন্দে ভারতে যে সুবিধা মিলতে চলেছে হাওড়া থেকেও।
2/7
হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

ভারতীয় রেল এবার নিয়ে আসছে বন্দে ভারত স্লিপার। যে বন্দে ভারত স্লিপারের একটি রুট রয়েছে হাওড়া-দিল্লির মধ্যে।
3/7
হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

হাওড়া থেকে দিল্লি, বন্দে ভারত স্লিপার অতিক্রম করবে ১৫ ঘণ্টারও কম সময়ে। সর্বোচ্চ গতিবেগ হতে চলেছে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
4/7
হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

দিল্লি থেকে বিকেল ৫টায় ছেড়ে হাওড়ায় পৌঁছবে পরদিন সকাল ৮টায়। আবার ফিরতি পথে হাওড়া থেকে বিকেল ৫টায় পৌঁছে দিল্লি পৌঁছবে পরদিন সকাল ৮টায়।
5/7
হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

বর্তমানে রাজধানী সময় নেয় ১৭ ঘণ্টা। আর দুরন্ত সময় নেয় ১৭ ঘণ্টা ৪০ মিনিট। বন্দে ভারত স্লিপার ট্রেনটি তৈরি করেছে BEML ও ইন্টিগ্রাল কোচ ফ্যাকটরি।
6/7
হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!

নতুন এই ট্রেনে থাকবে মোট ১৬টি কামরা। যারমধ্যে ১১টি এসি৩-টায়ার, ৪টি এসি২-টায়ার ও ১টি এসি ফার্স্ট ক্লাস।
7/7
হাওড়া থেকেই এবার বন্দে ভারত স্লিপার!
