ভেনেজ়ুয়েলায় মার্কিন আগ্রাসন: একান্ত প্রয়োজন ছাড়া ভারতীয়দের সে দেশে যেতে নিষেধ করল ভারত, দেওয়া হল হেল্পলাইন নম্বরও

ভেনেজ়ুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে আমেরিকা। পতন হয়েছে সরকারের। এই অবস্থায় খুব প্রয়োজন ছাড়া দক্ষিণ আমেরিকার ওই দেশে ভারতীয়দের যাওয়ার বিষয়ে সতর্কবার্তা জারি করল নয়াদিল্লি।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন সেই সতর্কবার্তা। সেখানে বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া ভারতীয়রা ওই দেশ এড়িয়ে যান। ভেনেজ়ুয়েলায় বসবাসকারী ভারতীয় নাগরিকেদের চলাফেরা নিয়ন্ত্রণ করার বার্তাও দেওয়া হয়েছে। যে কোনও প্রয়োজনে সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগের জন্য নির্দিষ্ট মেল আইডি ও ফোন নম্বরও দেওয়া হয়েছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের পোস্ট।

প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে ভেনেজ়ুয়েলার চাপানউতর চলছিল দীর্ঘ দিন ধরেই। দক্ষিণ আমেরিকার দেশটিতে তেলের ট্যাঙ্কার চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন ট্রাম্প। স্পষ্ট জানিয়েছিলেন, ভেনেজ়ুয়েলা সীমান্তে কোনও তেল ট্যাঙ্কার আসা-যাওয়া করতে পারবে না। সঙ্গে ভেনেজ়ুয়েলা সরকারকে ‘জঙ্গি গোষ্ঠী’ তকমাও দিয়েছিলেন তিনি। মাদুরোকে ‘অবৈধ শাসক’ বলে অভিহিত করে তাঁকে পদত্যাগ করতেও বলেছিলেন। আমেরিকা বার বার দাবি করেছিল, মাদক পাচার ও অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনেজ়ুয়েলাকে। ভেনেজ়ুয়েলার বিভিন্ন খনি থেকে তেল চুরি করে তার পরে তা বিক্রি করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। পাল্টা ভেনেজ়ুয়েলার দাবি ছিল, তাদের সেই খনিজ সম্পদ লুট করতে চান মার্কিন প্রেসিডেন্ট। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দি মাদুরোর ছবি প্রকাশ্যে এনেছেন। তার পরেই ভারতের বিদেশমন্ত্রক দেশের নাগরিকদের বিজ্যপ্তি জারি করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.