ইউনিয়ন বাজেট ২০২১: LIVE দেখা যাবে সীতারমণের বক্তব্য, হাজির ‘বাজেট মোবাইল অ্যাপ’

বর্তমানে এমন এক সময় যখন ভারত ধীরে ধীরে কোভিড -১৯ সংকট থেকে মুক্তি পাচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সকাল ১১ টায় সংসদে বাজেট পেশ করবেন। করোনা মহামারীর জেরে থমকে যাওয়া অর্থনীতির গতি দ্রুত ওপরের দিকে তুলতে সরকার কী বুস্টার ডোজ দেয় এখন সেই দিকে সবার নজর থাকবে।

অর্থমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে শুরু হবে বাজেটের উপস্থাপন। তৃতীয় বাজেটের উপস্থাপনার আগে অর্থমন্ত্রী এবং তাঁর টিম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সীতারামানের ভাষণ এবং কেন্দ্রীয় বাজেটের উপস্থাপনা এবার সরাসরি দেখা যাবে সম্প্রতি চালু হওয়া ‘ইউনিয়ম মোবাইল বাজেট অ্যাপ’-এ। স্বাধীনতার পর থেকে ভারতের ইতিহাসে এই প্রথম বাজেট কাগজে ছাপা হবে না৷

অ্যাপটি খুবই ইউজার ফ্রেন্ডলি৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে, এই অ্যাপের মধ্যে রয়েছে ডাউনলোড, মুদ্রণ, সার্চ, জুম ইন এবং আউট, বাইডাইরেকশন স্ক্রোলিং এবং এক্সটার্নাল লিঙ্ক৷ তদুপরী অ্যানড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে হিন্দি এবং ইংরেজি, দুটি ভাষাতেই এটি পাওয়া যাবে৷ বাজেট সংক্রান্ত মোট ১৪টি নথি এই অ্যাপের মাধ্যমে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে৷

এতে বার্ষিক আর্থিক বিবৃতি, অনুদানের চাহিদা, অর্থ বিল ইত্যাদি সম্পর্কিত তথ্যও দেওয়া হবে। এই অ্যাপ কোথা থেকে ডাউনলোড করা হবে তাও জানানো হয়েছে। এর জন্য অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। পাশাপাশি অ্যাপটি ইউনিয়ন বাজেটের ওয়েব পোর্টাল www.indiabudget.gov.in থেকেও ডাউনলোড করা যাবে।

এবারের বাজেট সম্পর্কে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, বাজেট সবার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের চাহিদা পূরণে সমর্থ হবে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট বলে আশা করছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.