মারামারি করতে করতে রেললাইন থেকে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম থেকে রেললাইন। এই ভাবে কয়েক মিনিট ধরে যুদ্ধ করল দুই বাঁদর। আর তার জেরে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকল ট্রেন চলাচল। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর জংশনে। দুই বাঁদরের বাঁদরামির জন্য যাত্রীভোগান্তি হল। নাকাল হতে হল রেলকর্মীদের।
সমস্তিপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পাশে রয়েছে কলাগাছ। সেখানে দুটো বাঁদর বসে খেলছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি বাঁদর অন্যটির দিকে রবারের মতো কিছু একটা ছুড়ে দিয়েছিল। তার পর দু’জনের মারামারি শুরু হয়। অন্য দিকে, রবারের সেই বস্তুটি গিয়ে লাগে ওভারহেড তারে। সঙ্গে সঙ্গে শর্টসার্কিট হয়। থেমে যায় ট্রেন চলাচল। ঘটনাস্থলে ছুটে যান রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মীরা। শুরু হয় কাজ।
অন্য দিকে, তত ক্ষণে চার নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছিল বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। অঘটনের জন্য মিনিট ১৫ দেরি হয় ট্রেন ছাড়তে। বেশ কয়েকটি ট্রেন এ জন্য দেরিতে ছাড়ে। দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। তারই মধ্যে দুই বাঁদর চলে গিয়েছে বারাউনি স্টেশনের দিকে।
ওই জায়গায় এর আগেও বাঁদরের জন্য বিভিন্ন দুর্ঘটনা হয়েছে। জখম হয়েছেন যাত্রীরাও। রেল সূত্রে খবর, এক বার বেশ কয়েকটি বাঁদরকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন বন দফতরের কর্মীরা।