ভারতীয় বোর্ডের নির্বাচক হওয়ার দৌড়ে দুই আইপিএলজয়ী, কাদের জায়গায় আসতে চলেছেন তাঁরা?

ভারতের নির্বাচক কমিটিতে বদল হতে চলেছে। মেয়াদ শেষ হওয়ায় দুই নির্বাচক সরে যেতে চলেছেন। তাঁদের জায়গায় আসতে চলেছেন দুই আইপিএলজয়ী ক্রিকেটার। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও প্রাক্তন দুই ক্রিকেটারের আসা নিশ্চিতই।

এই দুই ক্রিকেটার হলেন রুদ্রপ্রতাপ (আরপি) সিংহ এবং প্রজ্ঞান ওঝা। গত সপ্তাহেই দুই নির্বাচক চেয়ে আবেদনপত্র চেয়েছিল বোর্ড। সেখানে এই দুই ক্রিকেটার আবেদন করেছেন। তবে নির্বাচক হতে চেয়ে আবেদনের সংখ্যা খুবই কম। প্রাক্তন ভারতীয় পেসার প্রবীণ কুমার আবেদন করেছেন বলে জানা গিয়েছে। এ ছাড়া উত্তরপ্রদেশের আশিস উইনস্টন জাইদি এবং হিমাচল প্রদেশের শক্তি সিংহ আবেদন করেছিলেন।

মধ্যাঞ্চলের সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণাঞ্চলের এস শরথের মেয়াদ শেষ হচ্ছে। তাঁদের জায়গায় আরপি এবং প্রজ্ঞান আসতে চলেছেন। বোর্ড জানিয়েছিল, নির্বাচক পদে আবেদনকারীকে ভারতের হয়ে অন্তত সাতটি টেস্ট, অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ, অথবা ১০টি এক দিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। বোর্ডের কোনও ক্রিকেট কমিটিতে সব মিলিয়ে পাঁচ বছরের বেশি যেন পদে না থাকেন। যোগ্যতার নিরিখে আরপি এবং প্রজ্ঞানই বাকিদের থেকে এগিয়ে।

দেশের হয়ে আরপি ১৪টি টেস্ট, ৫৮টি এক দিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। প্রজ্ঞান ২৪টি টেস্ট, ১৮টি এক দিনের ম্যাচ এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। দু’জনেই আইপিএল জিতেছেন ২০০৯-এ, অধুনালুপ্ত ডেকান চার্জার্সের হয়ে। সে বার সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন আরপি (২৩)। দ্বিতীয় স্থানে ছিলেন প্রজ্ঞান (১৮)।

নিয়ম অনুযায়ী, ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে থাকা অশোক মলহোত্র, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েক প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন। তার পর নাম প্রস্তাব করবেন বোর্ডের কাছে। বোর্ড তাতে অনুমোদন দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.