শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বন্ধ করার ঘোষণা হয়েছিল আগেই। এ বার আমেরিকার স্বাস্থ্য দফতরের বাজেটেও কোপ পড়তে চলেছে। সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, স্বাস্থ্য সংক্রান্ত বাজেট এক-তৃতীয়াংশ কমাতে চেয়ে প্রস্তাব গিয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে। এই প্রস্তাব চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দফতরের বহু কর্মসূচি বন্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে দেশে রোগ নির্ণয় কিংবা রোগ নিরাময় সংক্রান্ত কাজ ধাক্কা খাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।
প্রতিবেদন অনুসারে, গত ১০ এপ্রিল আমেরিকার স্বাস্থ্য দফতরে হোয়াইট হাউসের প্রস্তাবটি গিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকাকে ফের ‘স্বাস্থ্যবান’ করে তুলতে চান ট্রাম্প। সেই লক্ষ্যেই কাজ করবে স্বাস্থ্য দফতর। বর্তমানে আমেরিকার স্বাস্থ্য দফতরের মাথায় রয়েছেন ট্রাম্প-ঘনিষ্ঠ রবার্ট এফ কেনেডি জুনিয়র।
হোয়াইট হাউসের তরফে পাঠানো প্রস্তাবে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভাগের বাজেট ৪০ শতাংশ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গত ১ এপ্রিল এই বিভাগের বহু কর্মীকে ছাঁটাই করার নির্দেশও দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন জটিল রোগ সংক্রান্ত গবেষণার কাজের জন্য আমেরিকায় ২৭টি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলির সংখ্যা কমিয়ে ৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে।