ভারতীয় দলের কোচ মানোলো মার্কেজ় তাঁকে ফিরতে বলেছিলেন, ভারতীয় ফুটবলের স্বার্থেই, ন’মাস পর অবসর ভেঙে ফিরলেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’! আর ফিরেই গোল করলেন কিংবদন্তি সুনীল ছেত্রী ( Sunil Chhetri)। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে, বুধ সন্ধ্যায় ভারত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মলদ্বীপকে ৩-০ গোলে হারাল।
২০২৩ সালের ১৬ নভেম্বর ভারত বিশ্বকাপের কোয়ালিফায়ারে কুয়েতকে হারিয়েছিল। সেই জয়ের ৪৮৯ দিন পর ফের জিতল নীল জার্সিধারীরা! মার্কেজ়ের কোচিংয়ে এটাই ভারতের প্রথম জয়। এদিন শুরু থেকেই ফিফা ক্রমতালিকায় ১২৬ নম্বরে থাকা ভারত আক্রমণাত্মক ফুটবল খেলছিল। ৩৬ ধাপ নীচে থাকা মলদ্বীপের খেলার ধরন ছিল রক্ষণাত্মক।
খেলার ৩৫ মিনিটেই ভারত প্রথম গোলের দেখা পেয়ে যায়। ব্রেন্ডন ফের্নান্দেসের কর্নার থেকে হেডে দুরন্ত গোল করেন রাহুল ভেকে। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ভারতের হয়ে দ্বিতীয় গোল করেন ম্যাচের সেরা লিস্টন কোলাসো। ২-০ গোলে এগিয়ে যায় ভারতীয় দলের হয়ে তৃতীয় গোলটি করেন সুনীল।
৭৬ মিনিটে লিস্টন কোলাসোর ক্রস থেকে জালে বল জড়িয়ে দেন সুনীল। তিনি ফের একবার বুঝিয়ে দেন যে, আজও জাতীয় দলে তাঁকে প্রয়োজন। সেই আগুন এখনও জ্বলছে। আর সাধে মার্কেজ় তাঁকে ফেরাননি। সুনীল এদিন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৯৫ নম্বর গোলটি করে ফেললেন। গোটা মাঠ করতালিতে সুনীলকে অভিবাদন জানাল। আগামী ২৫ মার্চ এই মাঠেই এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের। মলদ্বীপকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেল সুনীলদের।