বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিনে নিজের এক্স হ্যাণ্ডেলে শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু শনিবার লিখেছেন, “আজ বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিন। ভগৎ সিং ও চন্দ্রশেখর আজাদের সঙ্গে মিলে এঁরা গঠন করেছিলেন দুর্ধর্ষ ‘হিন্দুস্থান সোশালিস্ট রিপাবলিকান এসোসিয়েশন’। আন্দামানের কুখ্যাত কারাগারে নির্যাতনের বিরুদ্ধে অনশন করেছিলেন। স্বাধীন ভারতে কংগ্রেস সরকার তাঁকে কোনও মর্যাদা দেয়নি।”
সড়ক পরিবহণ দফতরের কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গডকরিও এদিন বটুকেশ্বর দত্তের ছবি-সহ অবিস্মরণীয় ওই বিপ্লবীকে এক্স হ্যাণ্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রসঙ্গত, বটুকেশ্বর দত্ত ছিলেন উনিশ শতকের একজন বাঙালি বিপ্লবী। ১৯২৯ সালের ৮ এপ্রিল ভগৎ সিংয়ের সাথে নয়া দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা ফাটানোর জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাঁরা পরিকল্পনা মোতাবেক দুটি বোমা ফেলেন, যাতে কারো কোনও ক্ষতি না হয়। ফরাসী নৈরাজ্যবাদী বিপ্লবী বৈলেয়ন্টের মতোই ভগৎ সিংহের বক্তব্য ছিল ‘বধিরকে শোনাতে উচ্চকণ্ঠ প্রয়োজন’। বটুকেশ্বর দত্ত ও তিনি ইস্তাহার ছড়িয়ে দেন নিজেদের বক্তব্যের সমর্থনে, স্লোগান দিয়ে শান্তভাবে গ্রেফতারবরণ করেন।