পদপিষ্টের ঘটনা: বিজয়ের দলকে ভর্ৎসনা মাদ্রাজ় হাই কোর্টের, সিট গঠন করে তদন্তের নির্দেশ, জারি কিছু নিষেধাজ্ঞাও

তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার রাজনৈতিক সভা বা কর্মসূচি নিয়ে বড় নির্দেশ দিল মাদ্রাজ় হাই কোর্টের মাদুরাই বেঞ্চ। আদালত জানিয়েছে, রাজ্য বা জাতীয় সড়কের উপর কোনও রাজনৈতিক সমাবেশ, রোড শো বা অন্যান্য জনসমাগম বন্ধ রাখতে হবে। যত দিন পর্যন্ত না রাজ্য সরকারের তরফে সমাবেশ বা রোড শো-এর মতো কর্মসূচি সম্পর্কিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করা হচ্ছে, তত দিন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনার পরই এই ধরনের কর্মসূচির জন্য এসপিও তৈরির আবেদন জানিয়ে মাদ্রাজ় হাই কোর্টে চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই সব মামলার শুনানিতে শুক্রবার রাজ্য আদালতকে আশ্বস্ত করে জানিয়েছে, এসপিও চূড়ান্ত না-হওয়া পর্যন্ত রাজ্য বা জাতীয় সড়কে সভা করার অনুমতি দেওয়া হবে না।

শুক্রবারের শুনানিতে মাদ্রাজ় হাই কোর্টের বিচারপতি সেন্থিল কুমার তামিলনাড়ু পুলিশের সমালোচনা করেন। বিজয়ের জনসভায় পদপিষ্ট কাণ্ডে কোনও মামলা দায়ের করা হয়েছে কি না, তা জানতে চান বিচারপতি। তাঁর প্রশ্ন, ‘‘মামলা দায়ের করতে বাধা কোথায়? যদি কেউ এ ব্যাপারে কোনও অভিযোগ না করে, তবুও পুলিশ মামলা দায়ের করতে হবে।’’ পদপিষ্টের ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মাদ্রাজ় হাই কোর্ট।

বিচারপতি বলেন, ‘‘ঘটনাস্থল এবং ঘটনার পরবর্তী ভিডিয়োগুলি খুবই বেদনাদায়ক।’’ শুধু তামিলনাড়ু পুলিশ নয়, শুক্রবার বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে বিজয়ের দল টিভিকে-ও। বিচারপতি জানান, কারুরে পদপিষ্টের ঘটনার পর জনসাধারণ এবং শিশুদের উদ্ধার করতে ব্যর্থ। শুধু তা-ই নয়, ঘটনার দায় স্বীকার না-করায় বিজয়ের দলের প্রতি ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি। তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ, ভিড় ব্যবস্থপনা ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনা সম্পর্কিত সমস্ত রিপোর্ট সিটের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাজ় হাই কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.