Train Cancelled:ধেয়ে আসছে ‘ডানা’, হাওড়া থেকেও এবার বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন..

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা।  শিয়ালদহের পর এবার হাওড়াতেও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন! কবে? শুক্রবার ভোর ৪টে থেকে ৮.২৩ মিনিট পর্যন্ত। হাওড়া থেকে একাধিক শাখায় বাতিল ২৫ ট্রেন। সঙ্গে ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী সমস্ত ট্রেন। সবমিলিয়ে সংখ্যাটা ৬৮। 

হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেন(শুক্রবার)

ভোর ৪টে ও ৪.১৫ মিনিটের বর্ধমান লোকাল
৪.২২ মিনিটের গোঘাট লোকাল
৪.৪৭ মিনিটের ব্যান্ডেল লোকাল
৪.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল
৫.১৪ মিনিটের ব্যান্ডেল লোকাল
৫.৩২ মিনিটের সিঙ্গুর লোকাল
৫.৪৫ মিনিটের মশাগ্রাম লোকাল
৫.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল
৬.২৬ মিনিটের ব্যান্ডেল লোকাল
৭.০৫ মিনিটের ব্যান্ডেল লোকাল
৭.৩০ মিনিটের শেওড়াফুলি লোকাল, 
৭.৪০ মিনিটের বেলুড় মঠ লোকাল, 
৭.৪৫ মিনিটের শ্রীরামপুর লোকাল, 
৮.১২ মিনিটের শেওড়াফুলি লোকাল, 
৮.২০ মিনিটের ব্যান্ডেল লোকাল, 
৮.৩৫ মেমারি লোকাল, 
৮.৪৯ মিনিটের চন্দনপুর লোকাল, 
৮.৫০ মিনিটের শেওড়াফুলি লোকাল, 
৯.১০ মিনিটের ব্যান্ডেল লোকাল, 
৯.১৫ মিনিটের শেওড়াফুলি লোকাল,
 ৯.২০ মিনিটের শ্রীরামপুর লোকাল, 
৯.৪০ মিনিটের শেওড়াফুলি লোকাল, 
৯.৪০ মিনিটের বারুইপাড়া লোকাল 

ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী আরও ৪৩টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ঘুর্ণিঝড় দানার আতঙ্কে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে শিয়ালদহেও। আগামীকাল, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাতিল থাকছে ১৯০টি ইএমইউ লোকাল ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.