বেঙ্গালুরুর হয়ে আইপিএল জেতার পর এক মাসও কাটেনি। তার আগেই বিপদে পড়লেন যশ দয়াল। রিঙ্কু সিংহের হাতে পাঁচ ছক্কা খাওয়া বোলারের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করলেন এক তরুণী। উত্তরপ্রদেশ সরকার তদন্তের নির্দেশ দিয়েছে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গাজিয়াবাদের ওই তরুণীকে নির্যাতনের অভিযোগ রয়েছে দয়ালের বিরুদ্ধে। অনলাইনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ করেছেন তিনি। এর পরেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এফআইআরে ওই তরুণী জানিয়েছেন, দয়ালের সঙ্গে পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। সেই সময় তাঁর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়েছে। তাঁর থেকে টাকাও নিয়েছেন দয়াল। অতীতে আরও অনেক মহিলার সঙ্গে একই কাজ করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। সমস্ত চ্যাট, তার স্ক্রিনশট, ভিডিয়ো কল এবং ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই তরুণী।
নির্যাতিতার অভিযোগ, দয়াল তাঁর পরিবারের সঙ্গে ওই তরুণীর পরিচয় করিয়ে দিয়েছিলেন। স্বামীর মতোই ব্যবহার করতেন। এতে দয়ালকে পুরোপুরি বিশ্বাস করে ফেলেন ওই তরুণী। ভুল বুঝতে পেরে প্রতিবাদ করায় শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। আর্থিক ভাবেও তাঁকে কোণঠাসা করে দেওয়া হয়।
গত ১৪ জুন মহিলাদের হেল্পলাইনে ফোন করে সাহায্য চান তরুণী। তাতে লাভ না হওয়ায় অনলাইনে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ তোলেন। দয়ালের বিরুদ্ধে সঠিক ভাবে তদন্ত করে আইনি প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দিয়েছে যোগী সরকার।
গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ১৫টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছিলেন দয়াল। বছর দুয়েক আগে গুজরাতের হয়ে খেলার সময় রিঙ্কু সিংহের হাতে পাঁচটি ছক্কা খেয়েছিলেন তিনি।

