Tomato Prices: ‘ভিআইপি’ নয়, বাউন্সার আনা হল টমেটোর নিরাপত্তার জন্য!

 এক মাসে প্রায় ৩০০ শতাংশ মূল্যবদ্ধি! ভয়ংকর একটা প্রাইস সার্জ। যার সঙ্গে পাল্লা দিতে গিয়ে হাঁপিয়ে উঠেছে ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা। টমেটো কেনা ও বেচা ক্রমশ এক কঠিন কাজ হয়ে উঠছে। কিন্তু কেনা-বেচা ছাড়াও অন্য সমস্যায় জর্জরিত ব্যবসায়ীরা। টমেটোকে এবার পাহারা দিতে হচ্ছে! এজন্য আনা হয়েছে বাউন্সারও! বেনারসে সমাজবাদী পার্টির কর্মীদের এহেন কাজ করতে দেখা গিয়েছে।

কত টাকা কেজি দরে অজয় বেচছেন টমেটো? 

১৬০ টাকা প্রতি কেজি। ফলে ক্রেতারা কেনার পরিমাণও ঝপ করে অনেকটা কমিয়ে দিয়েছেন– কেউ ১০০ গ্রাম, কেউ এমনকি অবলীলায় ৫০ গ্রামও কিনছেন!

শুধু উত্তর ভারত নয়, গোটা ভারতেই টমেটোর দাম সাংঘাতিক বেড়েছে। কলকাতা, ঝাড়খণ্ড, মুম্বই– সর্বত্র টমেটোর দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। 

দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে কাঁচা সবজির আমদানি-রফতানি বিঘ্নিত হয়েছে। ফলে কাঁচা সবজির দাম সর্বত্রই ভয়ংকর বেড়ে গিয়েছে। বেড়েছে টমটোর দামও। টমেটোর দাম অবশ্য সহসা বাড়েনি। ইঙ্গিত ছিলই। যে-সপ্তাহে টমেটোর দাম লাফিয়ে বাড়ে তার আগের সপ্তাহে টমেটোর দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা প্রতি কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.