Toll tax, টোল ট্যাক্সে বড় পরিবর্তন! বাৎসরিক বা লাইফ টাইম টোল পাস চালুর পথে কেন্দ্রীয় সরকার

জাতীয় সড়কে যানবাহন চলাচল আরো মসৃণ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নিছে মোদী সরকার। সারা বছরের জন্য কিংবা একলপ্তে টোল ট্যাক্স জমা করার সুযোগ দেওয়ার ভাবনা চিন্তা করেছে কেন্দ্র।

এবার বার্ষিক ও আজীবন অর্থাৎ একসঙ্গে ১৫ বছরের জন্য টোল পাস চালু করার পরিকল্পনা করেছে কেন্দ্র। ন্যাশনাল হাইওয়েতে গাড়ি নিয়ে যাতায়াতে আরও বেশি নিরবিচ্ছন্নতা ধরে রাখতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। এই ধরনের পাসের দাম নিয়েও তথ্য বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে।

কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক বিষয়ক মন্ত্রকের তরফে নতুন দুই ধরনের টোল পাসের ভাবনা-চিন্তা শুরু হয়েছে বলে খবর। বার্ষিক টোল পাসের খরচ বছরে একবার এবং এককালীন দিতে হবে। অন্য দিকে লাইফ টাইম টোল পাসের খরচ ১৫ বছরের জন্য এককালীন দিতে হবে। বার্ষিক টোল পাসের দাম ৩ হাজার টাকা হতে চলেছে এবং ১৫ বছরের জন্য লাইফটাইম টোল পাসের দাম হতে পারে ৩০ হাজার টাকা।

বর্তমানে যে ফার্স্ট স্ট্যাগ চালু রয়েছে তার সঙ্গে সংযুক্ত হবে পাসগুলি। বর্তমানে প্রাইভেট কার ব্যবহারকারীরা ১২ মাসের জন্য ৩৪০ টাকায় একটি মাসিক রিচার্জে টোল পাস পেতে পারেন। এটা শুধুমাত্র একটি টোল প্লাজার জন্য খরচ। তবে নতুন ব্যবস্থা চালু হলে বার্ষিক পাস ন্যাশনাল হাইওয়ে সিস্টেমের সব অবকাঠামোতে সীমাহীন ভ্রমণের সঙ্গে সস্তা বিকল্প হয়ে উঠতে পারে।

গত দেড় বছরে কেন্দ্র টোল সংগ্রহের নিয়মে আমূল বদল এনেছে। বর্তমানে ম্যানুয়ালি নগদ টাকা দেওয়ার পরিবর্তে টোল সংগ্রহের ফাস্টট্যাগ পরিষেবা চালু রয়েছে। এমনকি জিএনএসএস সিস্টেম বা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম- এর মাধ্যমেও টোল সংগ্রহ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.