মাত্র ২০ রানে অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব এবং শুভমন গিলের উইকেট হারিয়ে ভারত যখন প্রবল চাপে, তখন উইকেটে তাঁর আবির্ভাব। সেই জায়গা থেকে ভারতকে জিতিয়ে তিলক বর্মা বললেন, চক দে ইন্ডিয়া।
৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ফাইনালের সেরা তিলক। বিতর্কিত পুরষ্কার বিরতণী অনুষ্ঠানে এসে বললেন, “আমার জীবনের অন্যতম সেরা ইনিংস। এই ইনিংস প্রত্যেক ভারতবাসীর জন্য। চক দে ইন্ডিয়া।”
চাপ যে ছিল, স্বীকার করে নিয়ে তিলক বলেন, “চাপ থাকলেও আমি চেয়েছিলাম উইকেটে থেকে ম্যাচ শেষ করে ফিরতে। ওরা (পাকিস্তানের বোলাররা)বলের গতির হেরফের করছিল। আমি মাথা ঠান্ডা রেখেছিলাম।”
সঞ্জু স্যামসনের সঙ্গে চতূর্থ উইকেট জুটিতে ৫৭ এবং শিবম দুবের সঙ্গে পঞ্চম উইকেটের জুটিতে ৬০ রান যোগ করেছেন তিলক। দু’জনকেই কৃতিত্ব দিয়ে বলেন, “সঞ্জুর ইনিংসটা অসাধারণ। দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুবে যেভাবে ব্যাট করল সেটা আমাকে খুব সাহায্য করেছে।”
নিজের ইনিংস নিয়ে তিলক বলেন, “এই ধরণের মন্থর উইকেটে সুইপ শট, খুচরো রান নেওয়া গুরুত্বপূর্ণ। সেটা নিয়েই পরিশ্রম করেছি। আর গৌতি ভাই (কোচ গৌতম গম্ভীর)আমাদের বলেছেন, যে কোনও জায়গায় ব্যাট করতে হতে পারে। আমিও যো কোনও জায়গায় ব্যাট করার জন্য তৈরি।”