গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ যে ২২ গজে খেলা হয়েছিল, সেই পিচেই হবে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। গত দু’সপ্তাহে ফাইনালের জন্য তৈরি করা হয়েছে পিচ। শনিবার অনুশীলনের সময় ফাইনালের পিচ দেখতে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। পিচের পাশে দাঁড়িয়ে তাঁদের কথা বলতে দেখা যায়। পরে সেখানে রোহিত ডেকে নেন বিরাট কোহলিকেও।
ফাইনালের ২২ গজ নিয়ে শনিবার দীর্ঘ আলোচনা করেন গম্ভীর এবং রোহিত। পিচ কেমন আচরণ করতে পারে, তা বোঝার চেষ্টা করেন একদম কাছ থেকে দেখে। শনিবার স্টেডিয়ামে পৌঁছে অনুশীলন শুরুর আগেই গম্ভীর এবং রোহিত সোজা চলে যান পিচ দেখতে। পিচ দেখার পর বেশ কিছু ক্ষণ আলোচনা করেন দু’জনে। মিনিট ১০ আলোচনার পর রোহিত সেখানে ডাকেন কোহলিকেও। তিনি তখন সতীর্থদের সঙ্গে ফুটভলি খেলতে ব্যস্ত ছিলেন। রোহিতের ডাকে সাড়া দিয়ে পিচের দিকে এগিয়ে যান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। যোগ দেন আলোচনায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পিচের পাশে দাঁড়িয়ে প্রায় ২০ মিনিট কথা বলেন ভারতীয় শিবিরের তিনমূর্তি।
ভারতীয় শিবির সূত্রে খবর, পিচ দেখে কিছুটা উদ্বিগ্ন ভারতীয় শিবির। ফাইনালের ২২ গজ বেশ মন্থর হবে বলে মনে করছেন গম্ভীরেরা। স্পিনারেরা সাহায্য পাবেন। তবে ব্যাটারদের সমস্যায় পড়তে হতে পারে। বল থমকে ব্যাটে আসতে পারে। সন্ধে বেলায় শিশির পড়তে পারে। টস জিতলে কী করা উচিত, প্রথম একাদশ কেমন হওয়া উচিত— পিচ দেখার পর এ সব নিয়েই আলোচনা করেছেন গম্ভীর, রোহিত এবং কোহলি। মনে করা হচ্ছে, টস জিতলে রান তাড়া করার পথে হাঁটতে পারে ভারতীয় শিবির। যদিও এ নিয়ে ভারতীয় দলের কেউ মুখ খোলেননি।