“একটা ভোটও নির্দলকে আর জোটকে দেবেন না। কারণ সিপিএম, কংগ্রেস’কে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। সাগর দিঘিতে বায়রন জিতেছিল। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছিল। তাই বাধ্য হয়ে তৃণমূলে যোগ দান করে।” এমনই বিস্ফোরক মন্তব্য করলেন করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পাল। আর এই ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যাকে ঘিরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি, তৃণমূল ভয় দেখিয়ে ভোটে জেতার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পালের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে বিরোধীদের ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে খোদ বিধায়ককে। পাশাপাশি উদাহরণ হিসেবে, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি, নির্দল হিসেবে যারা নির্বাচনে লড়াই করছে, ভোটের পরে তাদের ‘হিসেব’ নেওয়ার কথাও বলতে শোনা গেছে তৃণমূল বিধায়কের মুখে।
ভিডিওটিতে তৃণমূল বিধায়ক গৌতম পাল বলেছে, “নির্দল যারা করে তাদের হিস্ট্রি জানা আছে। আমরা সব হিসেব লিখে দেখেছি। ভোটের পরে হিসেব হবে।” যাকে ঘিরে রীতিমতো শোরগোল পরেছে গোটা জেলাজুড়ে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল বিধায়কের এমন হুঁশিয়ারির পর নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে যথেষ্টই চিন্তিত বিরোধী দলগুলি। যদিও এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতৃত্বের।