এ বছরের বিশেষত্ব: ময়ূর মোটিফ ও রাজস্থানি ঘরানা

এ বছরের বিশেষত্ব: ময়ূর মোটিফ ও রাজস্থানি ঘরানা

সোমবার সকালে প্রধানমন্ত্রী যখন কর্তব্যপথে পৌঁছান, তখন তাঁর পরনে ছিল গাঢ় নীল রঙের কুর্তা, সাদা চুড়িদার এবং হালকা আকাশী রঙের নেহরু জ্যাকেট। তবে আলোচনার কেন্দ্রে ছিল তাঁর বাহারি রেশমি পাগড়িটি।

  • নকশা ও তাৎপর্য: পাগড়িটি ছিল উজ্জ্বল রঙের ‘টাই অ্যান্ড ডাই’ কাপড়ের। এতে সোনালি জরির সুতোয় ময়ূরের পালকের মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে। আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ময়ূরের পালককে অনেকেই শ্রীকৃষ্ণের প্রতীক হিসেবে বিবেচনা করেন।
  • শৈলী: পাগড়িটি বাঁধার ধরন ছিল রাজস্থানের যোধপুরী ঘরানার। এর একদিকে কাপড়ের স্তর বিন্যাস এবং অন্যপ্রান্তে কোমর পর্যন্ত দীর্ঘ ঝুলন্ত কাপড় রাজস্থানি ঐতিহ্যের পরিচায়ক।

বিগত বছরগুলোর ট্রেন্ড: গুজরাত ও রাজস্থানের প্রভাব

গত ১০ বছরের রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায়, প্রধানমন্ত্রী অধিকাংশ ক্ষেত্রেই সাধারণতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে নিজের রাজ্য গুজরাত অথবা প্রতিবেশী রাজস্থানের ঐতিহ্যবাহী শিরোসজ্জাকেই বেছে নিয়েছেন।

বছরপাগড়ির ধরন/শৈলীবিশেষত্ব
২০২৫টাই অ্যান্ড ডাই (রেশম)ময়ূর মোটিফ ও যোধপুরী শৈলী।
২০২৪বাঁধনি পাগড়িরাজস্থান ও গুজরাতের ঐতিহ্যবাহী শিল্প।
২০২৩লেহরিয়া পাগড়িহলুদ ও গেরুয়া রঙের মিশ্রণ।
২০২২উত্তরাখণ্ডী টুপিব্যতিক্রমী বছর (উত্তরাখণ্ড নির্বাচনের প্রেক্ষাপট)।
২০২১ ও পূর্বেকোটা বা বাঁধনিগেরুয়া ও উজ্জ্বল রঙের প্রাধান্য।

সাংস্কৃতিক বার্তা ও দীর্ঘ ঐতিহ্য

২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে লেহরিয়া, কোটা বা বাঁধনির মতো উজ্জ্বল ও রঙিন পাগড়ি পরেছেন। মাঝে ২০২২ সালে উত্তরাখণ্ডী টুপি পরাকে অনেকেই সেই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ মনে করেছিলেন। তবে গত চার বছর ধরে তিনি ফের পশ্চিম ভারতের (রাজস্থান ও গুজরাত) লোকশিল্পকেই প্রাধান্য দিচ্ছেন।

এ বছর তাঁর পাগড়িতে দলীয় রঙ ‘গেরুয়া’-র অনুপস্থিতি লক্ষ্য করা গেলেও, সামগ্রিকভাবে তাঁর সাজে ভারতের বহুত্ববাদ ও উজ্জ্বল রঙের সংমিশ্রণ ফুটে উঠেছে। বিশেষজ্ঞ মহলের মতে, প্রতি বছর এই শিরোসজ্জার মাধ্যমে প্রধানমন্ত্রী ভারতের লোকশিল্পীদের কাজকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার একটি সুযোগ তৈরি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.