ভারতীয় দলের কোচ হিসাবে এক বছর কাটিয়ে ফেলেছেন গৌতম গম্ভীর। অনেক ক্রিকেটারকেই কাছ থেকে দেখেছেন। দলের কোন ক্রিকেটারের প্রচুর ‘চাহিদা’ তা জানিয়েছেন গম্ভীর। তাঁর মতে, সেই ক্রিকেটার হলেন হার্দিক পাণ্ড্য।
কপিল শর্মার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গম্ভীর। সঙ্গে ছিলেন ভারতের ক্রিকেটার অভিষেক শর্মা, ঋষভ পন্থ এবং যুজবেন্দ্র চহল। সঞ্চালক কপিল গম্ভীরকে প্রশ্ন করেন, ভারতের কোন ক্রিকেটারের ‘চাহিদা’ বাকিদের থেকে বেশি। সঙ্গে সঙ্গে দর্শকাসন থেকে একজন চেঁচিয়ে বলেন, “আমার মনে হয় হার্দিক পাণ্ড্য।”
সহমত দেন গম্ভীরও। তিনি বলেন, “ওর সঙ্গে এমন ভাবে ব্যবহার করতে হবে যেন ও বাড়ির জামাই।” গম্ভীরের কথা শুনে দর্শকেরা হাসতে থাকেন। ভারতীয় দলের কোচ নিজেও হাসছিলেন।
সেই সময়ই তাঁকে আর একটি প্রশ্ন করেন কপিল। জানতে চান, কেন গম্ভীর সব সময় এত চিন্তায় থাকেন? কেন তাঁর মুখে হাসি থাকে না? এই প্রশ্নের জবাবও হাসিমুখে দিয়েছেন ভারতীয় দলের কোচ। বলেছেন, “আমি গম্ভীর হয়ে থাকি যাতে বাকিরা হাসতে পারে। কাউকে না কাউকে তো হাসতেই হবে।”
গম্ভীরের কথায় উঠে এসেছে তাঁর লড়াকু মানসিকতার প্রসঙ্গও। তিনি বলেছেন, “লোকে বলে আমি ম্যাচের সময় নাকি খুব লড়াই করি। কাদের জন্য লড়াই করি। পুরোটাই আমার দেশের জন্য। নিজের জন্য কখনও লড়াই করি না।”