দেশে চিকিৎসকদের বড্ড অভাব রয়েছে। এমন অবস্থায় মেডিক্যালে ভর্তির একটি আসনও ফাঁকা থাকা উচিত নয়। এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। ডাক্তারি প়ড়ুয়াদের জন্য এখনও পর্যন্ত যত আসন ফাঁকা রয়েছে, সেগুলি পূরণ করতে একটি বিশেষ কাউন্সেলিং করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (নিট) পাশ করে মেডিক্যালে ভর্তি হতে হয়। দেশের অন্যতম বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা। সেখানে আসনসংখ্যাও সীমিত। তবে এর পরেও অনেক মেডিক্যাল কলেজেই ডাক্তারির স্নাতক স্তরের কোর্সের আসন ফাঁকা রয়ে গিয়েছে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, সেই আসনগুলি পূরণ করার জন্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-কে একটি বিশেষ কাউন্সেলিং করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
বিচারপতি বিআর গভই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, দেশে চিকিৎসকের বড্ড অভাব রয়েছে। এই অবস্থায় মেডিক্যালে মূল্যবান আসনগুলি নষ্ট হওয়া উচিত নয়। এই ফাঁকা আসনগুলি পূরণ করতে তাই একটি শেষ সুযোগ দিতে চাইছে আদালত। বিশেষ কাউন্সেলিংয়ের মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ডাক্তারিতে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
একই সঙ্গে আদালত জানিয়েছে, কোনও মেডিক্যাল কলেজ সরাসরি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না। কেবলমাত্র রাজ্য স্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মারফত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাঁরা ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছেন, তাঁদের উপর এই প্রক্রিয়ার কোনও প্রভাব পড়বে না। পরীক্ষার্থীদের অপেক্ষমান মেধাতালিকা থেকেই মেডিক্যালের শূন্য আসনগুলিতে পড়ুয়াদের ভর্তি করতে হবে। ‘বার অ্যান্ড বে়ঞ্চ’ অনুসারে, যে সব মেডিক্যাল কলেজে অনাবাসী কোটায় আসন ফাঁকা রয়েছে, সেগুলিকেও সাধারণ (জেনারেল) ক্যাটেগরিতে বদলে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ, সেগুলিতেও জেনারেল ক্যাটেগরিতে ভর্তি হওয়া যাবে।