ওভালের যে পিচে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট খেলা হবে, তাতে যথেষ্ট ঘাস রয়েছে বুধবার পর্যন্ত। সিরিজ়ের শেষ টেস্টে সবুজ ২২ গজে ভারতীয় দলের পরীক্ষা নিতে পারে ইংল্যান্ড। এই পরিস্থিতিতে জসপ্রীত বুমরাহের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় শিবির। তিনি কি সিরিজ়ের শেষ টেস্টে খেলবেন? ম্যাচ শুরুর আগের দিন বুমরাহকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক শুভমন গিল।
ওভাল টেস্টের পাঁচ দিনই লন্ডনের আকাশ মেঘলা থাকবে। সঙ্গে সবুজ ২২ গজে হতে পারে খেলা। বুধবার পর্যন্ত পিচে যথেষ্ট ঘাস রয়েছে। সিরিজ়ের শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত প্রথম একাদশে কোনও বিশেষজ্ঞ স্পিনার নেই। এর থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে ব্রেন্ডন ম্যাকালামদের পরিকল্পনা। এই পরিস্থিতিতে ভারতীয় শিবিরও গুরুত্ব দিচ্ছে জোরে বোলিংয়ের উপর।
বুধবার ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভমন বলেছেন, ‘‘বুমরাহের ব্যাপারে আমরা ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। এখানকার পিচ বেশ সবুজ। দেখা যাক কী হয়।’’ দু’দিন ধরে শোনা যাচ্ছিল, শেষ টেস্ট খেলবেন না বুমরাহ। মহম্মদ সিরাজের সঙ্গে নতুন বল ভাগ করে নেবেন আকাশদীপ। ওভালে টেস্ট অভিষেক হবে অর্শদীপ সিংহের। শুভমন বলেছেন, ‘‘অর্শদীপকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আমাদের প্রথম একাদশ এখনও নিশ্চিত নয়। বুধবার অনুশীলনের পর পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ড প্রথম একাদশে কোনও স্পিনার রাখেনি। আমাদের দলে রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর রয়েছে। ওরা আমাদের স্পিন আক্রমণ সামলে দিতে পারবে।’’ ভারতীয় শিবির সূত্রে খবর, মহম্মদ সিরাজ এবং আকাশদীপের খেলা নিশ্চিত। বুমরাহ এবং অর্শদীপের এক জন খেলবেন। বুমরাহকে খেলানোর চেষ্টা করা হচ্ছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা অবশ্য বুমরাহকে না খেলানোর পরামর্শ দিয়েছেন। বুমরাহ যাতে পিঠে নতুন করে চোট না পান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, বুমরাহকে খেলানোটা অত্যন্ত ঝুঁকির হয়ে যাবে। ফলে গৌতম গম্ভীর, শুভমনেরা চাইলেই বুমরাহকে খেলাতে পারবেন না। সিরিজ় শুরুর আগেই বলা হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে টেস্ট খেলবেন বুমরাহ। সেইমতো তাঁর তিনটে টেস্ট খেলা হয়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। সেইমতো প্রাথমিক ভাবে পঞ্চম টেস্টে তাঁকে খেলানোর পরিকল্পনা ছিল না ভারতীয় শিবিরের। ওভালের পিচ নতুন করে ভাবতে বাধ্য করছে গম্ভীর, শুভমনদের।