পাকিস্তানে জঙ্গিদের ঘুম উড়ে যায় যে অস্ত্রের নাম শুনে, সেই অস্ত্র এ বার তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে। খাস লখনউতে গড়ে উঠছে একাধিক উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাক্চারিং প্ল্যান্ট)! নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে গিয়ে শনিবার এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে তৈরি ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের কথা বলেছেন তিনি। ফের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানকে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পাকিস্তানে সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম মোদী নিজের লোকসভা কেন্দ্রে গেলেন। সেখান থেকে তিনি বলেছেন, ‘‘এ বার থেকে লখনউয়ে তৈরি করা হবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। যদি পাকিস্তান আবার কোনও পাপ করে, তবে উত্তরপ্রদেশে তৈরি ক্ষেপণাস্ত্র জঙ্গিদের নিকেশ করবে।’’ ভারতের প্রতিরক্ষা শক্তির প্রশংসা করে মোদী বলেন, ‘‘অপারেশন সিঁদুরের সময় সারা বিশ্ব দেখেছে আমাদের দেশীয় অস্ত্রের ক্ষমতা। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ‘আত্মনির্ভর ভারত’-এর শক্তি, বিশেষত ব্রহ্মস-এর শক্তি প্রমাণ করেছে। ব্রহ্মস-এর নামটুকুই পাকিস্তানের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’’
মোদী জানিয়েছেন, বড় বড় প্রতিরক্ষা সংস্থা উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডরে তাদের নির্মাণকেন্দ্র তৈরি করছে। ভারতে তৈরি অস্ত্র খুব শীঘ্র আমাদের সেনাবাহিনীর অন্যতম শক্তি হয়ে উঠবে।
সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য এবং স্বনির্ভরতার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘‘বিশ্বব্যাপী একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। সব দেশ নিজের নিজের স্বার্থ দেখছে। আগামী দিনে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করবে ভারত। তাই আমাদের অর্থনীতির বিষয়ে আরও সজাগ থাকতে হবে।’’ উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন। সেই প্রেক্ষিতেই অর্থনীতি নিয়ে মোদীর মন্তব্য বলে মনে করা হচ্ছে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার পর পাকিস্তানের সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত। সিঁদুর অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। সেই অভিযানেও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। তিন মাস পর কাশ্মীরের দাচিগাম জঙ্গলে পহেলগাঁওয়ের তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।