আগামীদিনে একের পর এক ঝড় আছড়ে পড়তে চলেছে ভারতের উপকূলবর্তী এলাকায়। বাড়তে চলেছে সমুদ্রের জলস্তর। এর ফলে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বাংলা সহ ভারতের উপকূল এলাকায়। খড়গপুর আইআইটির গবেষকদের রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্যই ফুটে উঠেছে।ট্রেন্ডিং স্টোরিজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ‘ক্লাইমেট ডায়নামিক্স স্প্রিংগার’ নামে একটি ম্যাগাজিনে আইআইটি খড়গপুরের গবেষকদের একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূলে ঝোড়ো হাওয়া ও বড় ঢেউয়ের প্রবণতা বাড়বে। জুন থেকে নভেম্বর মাসের মধ্যে দফায় দফায় এই দুইয়ের প্রবণতা লক্ষ্য করা যাবে। দক্ষিণ ভারত মহাসাগরে ঢেউয়ের উচ্চতা অন্তত এক মিটার বাড়বে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, সমুদ্রে জলস্তর বেড়ে যাওয়ার কারণে খুব সহজেই নোনা জল উপকূলবর্তী এলাকায় ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে যাবে। এর ফলে চাষ আবাদে ব্যাপক ক্ষতি হবে। চাষাবাদে ব্যাপক ক্ষতি হওয়ার কারণে আর্থ সামাজিক কাঠামো পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, ২০২০ সালে আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলার উপকূলবর্তী এলাকা আমফান ঝড়ের প্রভাবে তছনছ হয়ে গিয়েছে। শুধু আমফান নয়, আরও অনেক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল। বিশেষজ্ঞদের মতে, আরও অনেক দুর্যোগ ধেয়ে আসতে পারে বাংলা সহ ভারতের উপকূলবর্তী এলাকায়।