জয়ী বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ও ঢিল ছোড়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইতিচক গ্রামে।
ছবি: জয়ী বিজেপি প্রার্থী কাকলি কুড়েল।
জানাগেছে, গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী প্রার্থী কাকলি কুড়েল। তাঁর বাড়ি লক্ষ্য করে পাথর ও বোমা ছোড়া হয়। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে শাসকদল তৃণমূলের দিকে। জানা যায়, শনিবার সাতটা নাগাদ কাকলি কুড়েলের বাড়ি লক্ষ্য করে প্রথমে পাথর ছোড়া হয় এবং পরে বোমা ছোড়া হয়। বোম ফাটার আওয়াজে বাড়ি থেকে বেরিয়ে আসে পরিবারের সদস্য ও প্রতিবেশীরাও। বাড়ির ছাউনির কিছু অংশ ভেঙ্গে গেছে। নিজের এবং পরিবারের নিরাপত্তার দাবি জানাচ্ছেন জয়ী বিজেপি প্রার্থী কাকলি কুড়েল। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।