বেড়াতে যাবেন। ট্রেনের টিকিট বুক করার সময় এসে পড়েছে। অথচ পকেটে টাকা নেই। কী উপায়? ট্রেনযাত্রীদের সুবিধা দিতে নতুন প্রকল্প চালু করল ভারতীয় রেল— ‘বুক নাও, পে লেটার’। কোনও টাকা ছাড়াই টিকিট বুক করা যাবে। পরে মেটানো যাবে টিকিটের দাম। তবে অবশ্যই অনলাইনে কাটতে হবে টিকিট। সেই সঙ্গে কিছু শর্তও মেনে চলতে হবে।
‘বুক নাও, পে লেটার’ প্রকল্পে কী ভাবে টিকিট কাটতে হবে? যাত্রীকে প্রথমে নিজের আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তার পরে ‘বুক নাও’-এ ক্লিক করতে হবে। নতুন পেজ খুলবে। সেখানে গিয়ে যাত্রীকে তাঁর বিষয়ে যাবতীয় তথ্য দিতে হবে। কোড দেওয়ার পরে সাবমিট বোতাম চাপতে হবে। এর পরে টাকা মেটানো (পেমেন্ট)-এর পেজটি খুলে যাবে। সেখানে ক্রেডিট, ডেবিট, ভীম অ্যাপ, নেট ব্যাঙ্কিংয়ের অপশন দেওয়া হবে। পরে দাম মেটাতে চাইলে (পে লেটার) নির্দিষ্ট একটি পোর্টালে আগে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকদের ‘ডব্লুডব্লুডব্লু ডট ইপেলেটার ডট ইন’-এ যেতে হবে। সেখানে সব তথ্য নথিভুক্ত করলে টাকা মেটানোর (পেমেন্ট) সুযোগ দেওয়া হবে। সঠিক অপশন ক্লিক করলে কোনও টাকা ছাড়াই টিকিট কেনা যাবে।
টিকিট কাটার ১৪ দিনের মধ্যে টাকা মিটিয়ে দিলে কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। অন্যথায় যাত্রীকে ৩.৫ শতাংশ পরিষেবা চার্জ মেটাতে হবে।