আগামী ২৪ ডিসেম্বর লক্ষ কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ প্রধানমন্ত্রীকে আয়োজক কমিটির তরফে আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কথা দিয়েছেন, বলে জানিয়েছেন বিজেপি নেতা।
শুক্রবার সকালে কলকাতা থেকে কয়েকজন সন্ন্যাসি তথা লক্ষ কণ্ঠে গীতাপাঠ কমিটির সদস্য ও সুকান্ত মজুমদার ২৪ ডিসেম্বর ব্রিগেডের মাঠে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে দিল্লি উড়ে যান। কথা মতো তারা মোদীর সঙ্গে দেখা করেন ও আমন্ত্রণ জানান। মোদী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন।
দিল্লিতে সুকান্ত মজুমদার সাংবাদিকদের জানান,
“লক্ষ কণ্ঠে গীতা পাঠ কমিটির তরফ থেকে সন্ন্যাসীগণ এবং অন্যান্যরা এসেছিলেন যে টিমে আমিও ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রথাগত ভাবে আমন্ত্রণ জানালাম। প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ আসবেন বলে কথাও দিয়েছেন। ২৪ ডিসেম্বরে গীতাপাঠ অনুষ্ঠানে উনি থাকবেন। ওনার উপস্থিতিতে লক্ষাধিক মানুষ গীতা পাঠ করবেন।” সুকান্ত মজুমদার আরও জানান, ইতিমধ্যে এক লাখ কুড়ি হাজার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে রেজিস্ট্রেশন করেছেন। তার কথায় যে বাংলায় একসময় সনাতন ধর্মের পৃষ্ঠপোষক ছিল যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো মানুষদের পদধূলি পড়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে।
একই সঙ্গে তিনি জানান, ওই দিনের অনুষ্ঠানে শুধুমাত্র সনাতন ধর্মের পবিত্র শ্লোক পাঠ হবে তা নয়, সেখানে বাংলা সংস্কৃতি অনুসারে কাজী নজরুল ইসলামের লেখা গান, “হে পার্থসারথি বাজাও পাঞ্চজন্য শঙ্খ” গানও গাওয়া হবে।
বিশ্লেষকরা মনে করছেন শুধুমাত্র সনাতনিদের কাছে পৌঁছানোই লক্ষ্য নয়, আপামর বাঙালির কাছে পৌঁছানোর এক বৃহৎ চেষ্টা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে।