প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi0। সোমবার নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় প্রয়াণে দেশ শোকাহত। রাষ্ট্রের উন্নয়নে বিপুল অবদান রেখে গিয়েছেন। জ্ঞানী হওয়ার পাশাপাশি অসাধারণ রাষ্ট্রনেতা ছিলেন তিনি। দলমত নির্বিশেষে ভারতীয় সমাজে তার গ্রহণযোগ্যতা ছিল অপরিসীম। বহু দর্শকের বর্ণময় রাজনৈতিক জীবনে তিনি একজন অসাধারণ সংসদ ছিলেন। অর্থমন্ত্রক সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বভার অসাধারণ দক্ষতায় তিনি সামলে ছিলেন। রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রপতি ভবনকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন। শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান এবং সাহিত্যের কেন্দ্রে পরিণত করেছিলেন রাষ্ট্রপতি ভবনকে। সরকারকে একাধিক ভাবে নিজের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে পথ দেখিয়েছিলেন তিনি। তার পরিচয় এবং শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা রইল।উল্লেখ করা যেতে পারে, সোমবার দিল্লির সেনা হাসপাতালে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.