শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খন্না, কার্যকালের মেয়াদ স্বল্প সময়ের জন্যই

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পাচ্ছেন বিচারপতি সঞ্জীব খন্না। বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন। তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি খন্নার নিয়োগে বৃহস্পতিবার সবুজ সঙ্কেত দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১ নভেম্বর শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন তিনি। এ ছাড়া নির্বাচনী বন্ড, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের জামিন-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের অংশ থেকেছেন বিচারপতি খন্না। চলতি বছরে অগস্টে মুম্বইয়ের এক কলেজে পড়ুয়াদের বোরখা, হিজাব পরার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলারও শুনানি হয়েছিল তাঁর বেঞ্চে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলে, তাতে আংশিক স্থগিতাদেশ দিয়েছিল তাঁর বেঞ্চ।

২০১৯ সালের ১৮ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত রয়েছেন তিনি। এর আগে দিল্লি হাই কোর্টের বিচারপতি ছিলেন। বিচারপতি খন্নার আরও একটি পরিচয় হল, তিনি সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হংসরাজ খন্নার ভাইপো। তাঁর পিতা দিল্লি হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবরাজ খন্না। বিচারপতি হংসরাজ যে এজলাস থেকে অবসর নিয়েছিলেন, সেই এজলাস থেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিচারপতি সঞ্জীব খন্না।

সাধারণত অবসর গ্রহণের আগে শীর্ষ আদালতের প্রধান বিচারপতিই তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করেন। সেই মতো বর্তমান প্রধান বিচারপতি চন্দ্রচূড় পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি বিচারপতি খন্নার নাম সুপারিশ করেছিলেন। এর পরই বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে তাঁর নাম ঘোষণা করা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদে তাঁর কার্যকালের মেয়াদ থাকবে ১৮৩ দিন। অর্থাৎ ছ’মাসের কিছু বেশি সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন তিনি। ২০২৫ সালের ১৩ মে অবসর গ্রহণ করবেন বিচারপতি খন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.