লখনউয়ের মাঠে কুয়াশার দাপট কমল না রাত সাড়ে ৯টাতেও। ষষ্ঠ বার পরিদর্শনের পর ম্যাচ বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন আম্পায়ারেরা। শীত কালে উত্তর ভারতে কুয়াশা এবং ধোঁয়াশা নতুন কোনও ঘটনা নয়। তা-ও এই সময় লখনউয়ে ম্যাচ দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।
কুয়াশার জন্য সাড়ে ৬টার নির্ধারিত সময় টস হয়নি। ৬টা ৫০, ৭টা ৩০, ৮টা, ৮টা ৩০, ৯টা এবং ৯টা ২৫-এ মোট ছ’বার পরিস্থিতি পরিদর্শনের পর ম্যাচ বাতিল ঘোষণা করতে বাধ্য হন আম্পায়ারেরা। পরিস্থিতি আঁচ করে ততক্ষণে দু’দলের ক্রিকেটারেরা তার অনেক আগেই সাজঘরে ফিরে যান। এর মাঝে সাড়ে ৮টার সময় পিচ ঢেকে দেওয়া হয় শতরঞ্জি দিয়ে। কুয়াশা এবং শিশিরের জন্য ভিজে যাচ্ছিল লখনউয়ের ২২ গজ। পিচ বাঁচাতে শতরঞ্জি দিয়ে পিচ ঢেকে দেন মাঠকর্মীরা। তা ছাড়া চোট-আঘাতের ঝুঁকি এড়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কুয়াশার মধ্যে ম্যাচ খেলার ঝুঁকি নিতে চায়নি কোনও দলই। স্বাভাবিক ভাবেই এই সময়ে লখনউয়ে ম্যাচ রাখা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে যাওয়ায় সিরিজ়ের ফলের জন্য অপেক্ষা করতে হবে পঞ্চম ম্যাচ পর্যন্ত। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় সূর্যকুমার যাদবদের সিরিজ় হারের সম্ভাবনা অবশ্য থাকল না। সিরিজ়ের পঞ্চম তথা শেষ ম্যাচ আগামী শুক্রবার অহমদাবাদে।
লখনউয়ের ম্যাচ ভেস্তে যাওয়ায় সমালোচনা শুরু হয়েছে বিসিসিআইয়ের। ক্রিকেটপ্রেমীদের একাংশ ক্ষুব্ধ। ডিসেম্বরের এই সময় উত্তর ভারতের রাজ্যগুলিতে কুয়াশার দাপট স্বাভাবিক ঘটনা। গত কয়েক বছরে তার সঙ্গে যোগ হয়েছে দূষণজনিত ধোঁয়াশা। সন্ধের পর তাপমাত্রা কমতে শুরু করলেই কুয়াশার দাপট শুরু হয়। কমে যায় দৃশ্যমানতা। ডিসেম্বরের শুরু থেকেই সাধারণত এই সমস্যা দেখা যায়। বিমান এবং ট্রেন চলাচলও বিঘ্নিত হয় কুয়াশার জন্য। যা অজানা নয় বিসিসিআই কর্তাদেরও। তবু কেন এই সময় লখনউয়ে রাতের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

