অর্কিড চাষে উৎসাহ দিতে উত্তরবঙ্গে প্রথম অর্কিড গার্ডেন তৈরি করা হল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহর সংলগ্ন হলদিবাড়ি মোড় এলাকায় রাজ্য হটিকালচার দপ্তরের উদ্যোগে পিপিপি মডেলে তৈরি করা হল “উর্বি জারা” নামের এই গার্ডেনটি। ইতিমধ্যে গার্ডেন পরিদর্শন করেছেন রাজ্যের উদ্যান পালন বিভাগের মন্ত্রী গুলাম রাব্বানি। এই গার্ডেনে দুই ভাগে কাজ করা হবে বলে জানা গিয়েছে। একটি গার্ডেন আকাররে, অন্যটিতে প্রোডাকশন। এই মুহূর্তে ৮৫টি বিভিন্ন প্রজাতির অর্কিড দিয়ে শুরু করা হয়েছে এই প্রজেক্ট, আগামীতে প্রজাতির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা যায়। সেই সাথে বেশ কিছু গাছের টিশু কালচার করে ব্যাপক হারে প্রোডাকশন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
অন্যদিকে চাষিদের প্রশিক্ষণ দিয়ে অর্কিড চাষের উৎসাহ দেওয়া হবে সরকারি উদ্যোগে। সাজসজ্জা হোক বা পুজো আর্চনা, সবেতেই ফুলের ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে চিরাচরিত ফুলের পাশাপাশি জায়গা করে নিচ্ছে বিভিন্ন প্রজাতির অর্কিড। অনেকে আবার বাড়িতে অন্যান্য ফুলের গাছের সাথে বিভিন্ন প্রজাতির অর্কিড লাগিয়ে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে চাহিদা থাকলেও আর্কিডের উৎপাদন কম। এই কারণে চিন্তা অর্কিড প্রেমী এবং অর্কিড চাষে ইচ্ছুক চাষিদের প্রশিক্ষণের পাশাপাশি উৎসাহ দিতে এই গার্ডেন তৈরি করা হয়েছে।
মন্ত্রী গুলাম রাব্বানি বলেন, উত্তরবঙ্গে হর্টিকালচারের অনুকূল পরিবেশ আছে। আর মুখ্যমন্ত্রী নিজেও চাইছে এখানে হটিকালচারের বিভিন্ন প্রজেক্ট গড়ে তোলার জন্য। এর আগে সিংকোনার টিশু কালচার সেন্টার তৈরি করে চাষ বৃদ্ধি করার কাজ শুরু করা হয়েছে। এবার জলপাইগুড়িতে অর্কিড গার্ডেন তৈরি করা হল। এর মাধ্যমে চাষিদের অর্কিড চাষে উৎসাহ এবং প্রশিক্ষণ দেওয়া হবে।”
অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বলেন, “পিপিপি মডেলে করা হচ্ছে অর্কিড চাষ। উত্তরবঙ্গের কৃষকরা খুবই উপকৃত হবেন বলে আশাবাদী আমরা।”