শোনা গিয়েছিল এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের ব্রঙ্কো পরীক্ষা দিতে হবে। কথামতোই তা চালু হয়ে গেল। ভারতীয় বোর্ডের প্রকাশিত একটি ভিডিয়োয় ক্রিকেটারদের এই পরীক্ষা দিতে দেখা গিয়েছে। সকলকেই বাধ্যতামূলক ভাবে এই পরীক্ষা দিতে হয়েছে। কেন এই পরীক্ষা চালু করা হল তার কারণ জানিয়েছেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু।
বোর্ডের ভিডিয়োয় লে রু বলেছেন, “আজ আমরা ব্রঙ্কো দৌড় করেছি। এটা কোনও নতুন দৌড় নয়। বিভিন্ন ধরনের খেলায় বহু বছর এই পরীক্ষা হয়ে আসছে। দলের পরিবেশের কথা মাথায় রেখেই এই পরীক্ষা চালু করেছি। দু’ভাবে এর সুফল পাওয়া যেতে পারে: প্রথমত, আমরা অনুশীলনের একটা অঙ্গ হিসাবে ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত, একটা পরিমাপ রাখার কাজে ব্যবহার করা যেতে পারে। খেলোয়াড়দের এরোবিক ফিটনেস কোন জায়গায় এবং আমরা ঠিক দিকে এগোচ্ছি কি না সেটা বুঝতে পারব।”
এই পরীক্ষা চালু করার নেপথ্য কারণও জানিয়েছেন লে রু। তাঁর কথায়, “এই পরীক্ষা মাঠে গিয়ে দিতে হয়। বিশ্বের যে কোনও মাঠে আমরা এই পরীক্ষা আয়োজন করতে পারি। যাতায়াতের পথেও এই পরীক্ষা দিতে পারি। সময়ে সময়ে খেলোয়াড়েরা নিজেদের ফিটনেস সম্পর্কে জানতে পারবে। তাই সব জায়গায় এই পরীক্ষা করা যেতে পারে।”
লে রু-র মতে, গত দুই দশকে ক্রিকেট খেলার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। তাই সকল খেলোয়াড়ের স্বাস্থ্যের খেয়াল রাখা তাঁর দায়িত্ব বলে মনে করেন লে রু, যাতে খেলোয়াড়েরা নিজেদের দক্ষতার সবটা দিতে পারেন।
লে রু বলেছেন, “ক্রিকেট দক্ষতা দেখানোর খেলা। ক্রিকেটারেরা যাতে দীর্ঘ দিন খেলতে পারে, সেটা দেখা আমার কাজ। যদি শারীরিক ভাবে তৈরি থাকে, তা হলে অনেক বেশি খেলা যায়। আপনি যদি নিজের খেয়াল রাখেন, তা হলে চোটের ঝুঁকি কমানোর জন্য অনেক কাজ করা যেতে পারে।”
ভারতীয় দলে দ্বিতীয় বার কাজ শুরু করেছেন লে রু। তাঁর মতে, এ বারের দায়িত্ব বেশ উত্তেজক। ইংল্যান্ড সিরিজ়েই সেটা টের পেয়েছেন তিনি। বলেছেন, “খেলোয়াড়দের কাজ করার ধরন দেখে খুশি হয়েছি। যে লড়াই আমরা দেখিয়েছি তার অংশ হতে পেরে সম্মানিত। আইপিএলে ওদের অনেকের সঙ্গে আগে কাজ করেছি।”