মনে করা হয়েছিল অস্ট্রেলিয়া সফরের আগে ভারত এ দলের হয়ে খেলতে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তা আপাতত হচ্ছে না। রবিবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ-র যে দল ঘোষণা করা হয়েছে সেখানে কোহলি, রোহিত কারও নামই নেই। এশিয়া কাপের চার ক্রিকেটার সুযোগ পেয়েছেন।
প্রথম ম্যাচে ভারত এ দলকে নেতৃত্ব দেবেন রজত পাটীদার। তাঁর অধীনে বেঙ্গালুরু প্রথম বার আইপিএল জিতেছে। দলীপ ট্রফিতে তাঁর অধিনায়কত্বে মধ্যাঞ্চলও ১১ বছর পর খেতাব জেতার দৌড়ে। তবে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে একটি ম্যাচেই নেতৃত্ব দেবেন তিনি। পরের দু’টি ম্যাচে ভারত এ দলের নেতৃত্ব দেবেন তিলক বর্মা। পাটীদার থাকবেন সহ-অধিনায়ক হিসাবে।
আইপিএলের নজরকাড়া ক্রিকেটারদের মধ্যে রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেড়গে, বিপরাজ নিগম, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহ এবং বাংলার অভিষেক পোড়েল সুযোগ পেয়েছেন।
এশিয়া কাপের দলে থাকা অর্শদীপ সিংহ, হর্ষিত রানা এবং অভিষেক শর্মাও খেলবেন দ্বিতীয় ম্যাচ থেকে। এর কারণ সিরিজ়ের সূচি। প্রথম ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর। ভারত যদি এশিয়া কাপের ফাইনালে ওঠে, তা হলে তারা খেলবে ২৮ সেপ্টেম্বর। দু’দিনের মধ্যে দুবাই থেকে কানপুরে এসে অন্য একটি ফরম্যাটের ম্যাচে নেমে পড়া এই চার ক্রিকেটারের পক্ষে কঠিন কাজ। তাই দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের দলে রয়েছেন তাঁরা।
দ্বিতীয় ম্যাচ হবে ৩ অক্টোবর। তৃতীয় ম্যাচ ৫ অক্টোবর। সব ক’টি ম্যাচই হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। খেলা শুরু দুপুর ১.৩০টা থেকে।