নিলামে দর উঠল ৮৬ কোটি টাকা! ব্রিটিশ অভিনেত্রীর ব্যবহৃত ‘বার্কিন ব্যাগ’-এর বিশেষত্ব কী?

তারকাদের ব্যবহৃত একাধিক জিনিস বিভিন্ন সময়ে নিলামে উঠে নজর কাড়ে। তবে এ বার নিলামে ১০ মিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬ কোটি টাকা) একটি ব্যাগ বিক্রি হওয়ার পর আন্তর্জাতিক নিলাম বাজারে শোরগোল পড়ে গিয়েছে। নেপথ্যে রয়েছেন ‘ব্লো-আপ’ এবং ‘ডেথ অন দ্য নাইল’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিন। ফ্যাশনজগতে এই ব্যাগটিই ‘বার্কিন ব্যাগ’কে জনপ্রিয় করে তোলে।

নেপথ্য ইতিহাস

শোনা যায়, ১৯৮৪ সালে ফরাসি পোশাক সংস্থা ‘হার্মে’র পোশাকশিল্পী জঁ লুই দ্যুমার পাশের আসনে বসে বিমান-সফর করছিলেন জেন। অভিনেত্রী তাঁকে অনুরোধ করেন এমন একটি ব্যাগ তৈরি করে দিতে, যা একই সঙ্গে স্টাইলিশ, অথচ ভিতরে প্রচুর জিনিস ধরবে। দ্যুমা সঙ্গে সঙ্গে একটি ব্যাগের নকশা আঁকেন, যার মধ্যে বাচ্চাদের দুধের বোতলও নেওয়া যাবে। জেনের ব্যবহারের পর ব্যাগটিও জনপ্রিয় হয়। সেইমতো, সংস্থাও কিছুটা ছোট আকারের বার্কিন ব্যাগ বাজারে নিয়ে আসে।

নিলামের অন্দরে

জেনের ব্যবহৃত প্রথম বার্কিন ব্যাগটিই নিলামে বিক্রি হয়েছে। চামড়ার তৈরি ব্যাগটির উপরের ফ্ল্যাপে অভিনেত্রী নামের আদ্যক্ষর (জেবি) খোদাই করা আছে। নিলাম সংস্থা জানিয়েছে, একজন জাপানি ক্রেতা ফোনের মাধ্যমে নিলামে যোগ দিয়ে ব্যাগটি কিনেছেন। নিলাম সংস্থার তরফে অরেলি ভাসি বলেন, ‘‘এটা ট্র্যাভেল ব্যাগ। জেন বার্কিন এই ব্যাগটি প্রায় একটানা ৯ বছর ব্যবহার করেছিলেন। এখনও ব্যাগটি খুবই সুন্দর রয়েছে।’’

উল্লেখ্য, ১৯৯৪ সালে ক্যানসার রোগীদের সাহায্যার্থে একটি সেচ্ছাসেবী সংস্থার জন্য ব্যাগটি নিলাম করেন জেন। ২০০০ সালে ফের ব্যাগটি নিলামে ওঠে এবং এক জন ফরাসি সংগ্রাহক ব্যাগটি কেনেন। নিলাম সংস্থা দাবি করেছে, এখনও পর্যন্ত সারা বিশ্বে যে কোনও ফ্যাশন সংক্রান্ত শৌখিন জিনিস বিক্রির ক্ষেত্রে এই ব্যাগটিই সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হল।

এখন বার্কিন ব্যাগ

হার্মে এখনও নানা ধরনের বার্কিন ব্যাগ তৈরি করে। তবে সেগুলির দাম শুরু হয় ১০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লক্ষ ৬০ হাজার টাকা) থেকে। উল্লেখ্য, ২০২৩ সালে ফ্রান্সে প্রয়াত হন জেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.