৭ জুন থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই আম্পায়ারের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন ক্রিস গ্যাফনি ও রিচার্ড ইলিংওয়ার্থ। এ বারের আইপিএলেও আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের।
এলিট কমিটির আম্পায়ার নিউ জ়িল্যান্ডের গ্যাফনি ও ইংল্যান্ডের ইলিংওয়ার্থের পাশাপাশি তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন ইংল্যান্ডের রিটার্ড কেটেলব্রো। চতুর্থ আম্পায়ার শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।
আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘৪৮ বছরের গ্যাফানি তাঁর ৪৯তম ও ৫৯ বছরের ইলিংওয়ার্থ তাঁর ৬৪তম টেস্ট খেলাতে নামবেন। দু’বছর আগে ভারত ও নিউ জ়িল্যান্ডের মধ্যে হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালেও এই দুই আম্পায়ারই দায়িত্বে ছিলেন। সেই ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউ জ়িল্যান্ড।’’
ইংল্যান্ডের ওভালে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগের বার ফাইনালে হারতে হয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এ বার জিততে মরিয়া তাঁরা। ইতিমধ্যেই ইংল্যান্ডে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। অন্য দিকে এ বারই প্রথম ফাইনাল খেলছেন অস্ট্রেলিয়া। তাদেরও লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।