পাকিস্তানের ক্রিকেটে ইতিহাস গড়েছেন নোমান আলি। প্রথম পাকিস্তানি স্পিনার হিসাবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি। কিন্তু তাঁর কীর্তি ম্লান করে দিয়েছেন পাকিস্তানের ব্যাটারেরা। ফলে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চাপে পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মুলতানে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে পাকিস্তান। প্রথম দিন থেকেই সেখানে স্পিনের দাপট। প্রথমে ব্যাট করতে নেমে এক সময় ৫৪ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়ের। প্রথম আট ব্যাটারের মধ্যে কেভাম হজ ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। চার জন ফেরেন শূন্য রানে।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও দাপট দেখান নোমান। জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ারকে পর পর তিন বলে আউট করেন তিনি। পাকিস্তানের প্রথম স্পিনার ও পঞ্চম বোলার হিসাবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি। এই তালিকায় ওয়াসিম আক্রম, নাসিম শাহেরা রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ়কে বাঁচান তাদের নিচের সারির ব্যাটারেরা। ন’নম্বরে নেমে গুড়াকেশ মোতি সবচেয়ে বেশি ৫৫ রান করেন। ১০ নম্বরে নেমে কিমার রোচ ২৫ ও ১১ নম্বরে নেমে জোমেল ওয়ারিকান করেন ৩৬ রান। ১৬৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস। ৪১ রান দিয়ে ৬ উইকেট নেন নোমান।
জবাবে পাকিস্তানের ব্যাটিংও ব্যর্থ। মহম্মদ রিজ়ওয়ান (৪৯) ও সাউদ শাকিল (৩২) ছাড়া কেউ রান পাননি। বাবর আজ়ম করেন মাত্র ১ রান। অধিনায়ক শান মাসুদ ১৫ রান করেন। ব্যাট হাতে শূন্য রানে ফেরেন নোমান। মাত্র ৪৭ ওভারে ১৫৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে রান করা তিন ক্রিকেটারই পাকিস্তানের ১০টি উইকেট নিয়েছেন। সিনক্লেয়ার ৪, মোতি ৩ ও রোচ ২ উইকেট নেন। ১৫৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। প্রথম ইনিংসে ৯ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ়।