কয়েক দিন আগেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় শেষ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন উত্তেজক সিরিজ় বহু বছর দেখা যায়নি। সেই সিরিজ়ের রেশ কাটতে না কাটতেই সামনে অ্যাশেজ়। অথচ তার মাঝেই টেস্ট নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান টড গ্রিনবার্গ। আইসিসি-র সূচি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, টেস্টের যে সূচি তাতে দেশগুলো ‘দেউলিয়া’ হয়ে যাবে।
গ্রিনবার্গের মতে, টেস্টের জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেক বেশি টেস্ট সিরিজ় হচ্ছে। কিন্তু তাতে লাভ হচ্ছে না। তিনি বলেন, “বছরে অল্প সংখ্যক টেস্ট সিরিজ় হওয়া আমাদের পক্ষে ভাল। তাতে কোনও লোকসান নেই। অল্প সিরিজ় হলে দর্শকদের অপেক্ষা বাড়ে। তাতে টেস্টের উত্তেজনাও বাড়ে।”
পাশাপাশি তাঁর মনে হয়েছে, সকল দেশকে টেস্ট খেলার যোগ্যতা দেওয়া উচিত নয়। গ্রিনবার্গ বলেন, “আমার মনে হয় না, সকল দেশকে টেস্ট খেলার সুযোগ দেওয়া উচিত। সকলে টেস্ট খেলার যোগ্যও নয়। সকলে মিলে টেস্ট খেললে তাতে আখেরে ক্ষতি হবে। আর্থিক সমস্যায় পড়বে দেশগুলো। এ রকম চলতে থাকলে টেস্ট ক্রিকেট দেশগুলোকে দেউলিয়া করে দেবে।”
নিজের সমর্থনে কয়েকটা সিরিজ়ের উদাহরণও দিয়েছেন গ্রিনবার্গ। তিনি জানিয়েছেন, ভারত-ইংল্যান্ড সিরিজ় জনপ্রিয়তা পেয়েছে। দুর্দান্ত একটা লড়াই হয়েছে। এর পর অ্যাশেজ়েও সেটা দেখা যাবে। কিন্তু তার মাঝেই অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ়কে ৩-০ হারিয়েছে। জ়িম্বাবোয়ে নিউ জ়িল্যান্ডের কাছে ইনিংস ও ৩৫৯ রানে হেরেছে। এই ম্যাচগুলো টেস্টের মান কমাচ্ছে। তাই আইসিসি-র উচিত বড় দেশগুলোর মধ্যে সিরিজ় ফেলা। তিনি বলেন, “আমাদের দেখতে হবে যে বিনিয়োগ ঠিক জায়গায় হচ্ছে কিনা। তবেই লাভ হবে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ডের মতো দেশ নিজেদের মধ্যে যত খেলবে তত ভাল হবে। আইসিসি-র সেটা দেখা উচিত।”
গ্রিনবার্গ যে কথা বলেছেন, তা থেকে স্পষ্ট যে তিনি দুটো স্তরে টেস্ট করার পক্ষে সওয়াল করেছেন। আইসিসি-ও এই বিষয়ে আলোচনা করছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে দুটো স্তরে করা যায় কিনা তা নিয়ে অনেক জল্পনা শুরু হয়েছে। এখন দেখার, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধানের এই মন্তব্য সেই জল্পনাকে বাস্তবে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যায় কি না।