সঠিক সময়ে মিলছে না কাজের প্রাপ্য টাকা। বার বার অভিযোগ জানিয়েও কোনো সুরহা হচ্ছে না বলে অভিযোগ তুলে আন্দোলনে নামলো জলপাইগুড়ি প্রাণী সম্পদ দফতরের অধীনে থাকা অস্থায়ী কর্মীরা। সোমবার শহরে মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন সারা বাংলা প্রাণী সেবী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, এআই ওয়ার্কারস ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। পনেরো দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন ইউনিয়নের নেতারা।
আন্দোলনে সামিল হয়েছিল জেলার বিভিন্ন ব্লক থেকে আসা প্রাণী বন্ধু, প্রাণী সেবী সহ আরও অনেকে। গ্রামেগঞ্জে প্রাণি সম্পদ দফতরের অধীনে গৃহ পালিত পশুদের কৃত্রিম প্রজনন, ভ্যাকসিন সহ বিভিন্ন প্রজেক্টের কাজ করে আসছেন আন্দোলনকারীরা। কিন্তু প্রাপ্য টাকা তাদের দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করলেন ইউনিয়নের জেলা সম্পাদক কুদ্দুস আলম। তিনি বলেন, “প্রাণী সম্পদ দফতরে জানানোর পরেও কাজ হচ্ছে না। এই কারণে জেলাশাসকের দ্বারস্থ হয়েছিলাম। ময়নাগুড়িতে পনেরো দিনের কাজের টাকা বকেয়া। পনেরো দিন সময় দেওয়া হয়েছে জেলাশাসককে। দ্রুত
প্রাপ্য টাকা দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামব। জেলায় আমরা ৭৭জন রয়েছি।”যদিও জেলা প্রশাসনের দাবি, আন্দোলনকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।