Team India Home Season 2025: রোহিতদের ভরা ক্রিকেট; ঘরের মাঠে Test-ODI-T20I মিলিয়ে জমজমাট, ইডেনে পাঁচদিন খেলা!

আইপিএলের (IPL 2025) ভরা মরসুমেই ভারতের হোম সিরিজের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। পরপর ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এক-দুই নয়, ১২ বছর পর দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ এই দেশে। ২০১৩-১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ শেষবার ভারতে এসেছিল টেস্ট সিরিজ খেলতে। যা ছিল সচিন তেন্ডুলকরের শেষ আন্তর্জাতিক টেস্ট। ২০২২ সালে শেষবার ক্যারিবিয়ানরা ভারতে এসেছিল তিনটি ওডিআই এবং সমসংখ্যক টি-টোয়েন্টিআই খেলতে। 

ভারত ২ অক্টোবর থেকে আহমেদাবাদে প্রথম টেস্টে উইন্ডিজের মুখোমুখি হবে। ১০ অক্টোবর থেকে ইডেন গার্ডেন্সে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট। ইডেনে ছ’বছর পর ফিরল টেস্ট। ক্যারিবিয়ানরা যাওয়ার পর আসবে প্রোটিয়া। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সর ফরম্যাটে খেলতে ভারতে পা রাখবে। দক্ষিণ আফ্রিকা দু’টি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টিআই সিরিজের জন্য ভারতে আসবে, যা পরবর্তী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হবে। যা ফেব্রুয়ারিতে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। গুয়াহাটিতে এই প্রথম টেস্টের আসর বসবে। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। ম্যাচগুলি হবে ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বরে। রাঁচি, রায়পুর এবং বিশাখাপত্তনমকে বেছে নেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ। ৯, ১১, ১৪, ১৭ এবং ১৯ ডিসেম্বর খেলা হবে কটক, নাগপুর, ধরমশালা লখনউ এবং আহমেদাবাদে।

ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর
প্রথম টেস্ট – ২ থেকে ০৬ অক্টোবর, আহমেদাবাদ
দ্বিতীয় টেস্ট – ১০ থেকে ১৪-অক্টোবর, কলকাতা

দক্ষিণ আফ্রিকার ভারত সফর
প্রথম টেস্ট  – ১৪ থেকে ১৮ ​​নভেম্বর,  নয়াদিল্লি
দ্বিতীয় টেস্ট – ২২ থেকে ২৬ নভেম্বর, গুয়াহাটি

প্রথম ওডিআই – ৩০ নভেম্বর, রাঁচি
দ্বিতীয় ওডিআই – ০৩ ডিসেম্বর, রায়পুর
তৃতীয় ওডিআই – ০৬ ডিসেম্বর, বিশাখাপত্তনম

প্রথম টি-২০আই –  ০৯ ডিসেম্বর, কটক
দ্বিতীয় টি-২০আই – ১১ ডিসেম্বর, নয়া চণ্ডীগড় (পঞ্জাবের মোহালি জেলার মুল্লানপুরের কাছে এক নতুন পরিকল্পিত স্মার্ট শহর)
তৃতীয় টি-২০আই –১৪-ডিসেম্বর, ধরমশালা
চতুর্থ টি-২০আই –১৭-ডিসেম্বর, লখনউ
পঞ্চম টি-২০ আই –১৯-ডিসেম্বর, আহমেদাবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.