Teacher Recruitment Scam: মুর্শিদাবাদে ভুয়ো শিক্ষক মামলায় সিআইডি-র জালে শিক্ষা আধিকারিক!

মুর্শিদাবাদের ভুয়ো শিক্ষক মামলায় গ্রেফতার আরও ১। সিআইডি জালে এবার শিক্ষা দফতরে এক আধিকারিক। ধৃতকে ৩ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত। 

ঘটনাটি ঠিক কী? মুর্শিদাবাদের সুতি  ১ নম্বর ব্লকের গোথা আজিজুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। ওই স্কুলেই ভুগোলের শিক্ষক ছিলেন তাঁর ছেলে অনিমেষ। কীভাবে নিয়োগ? হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিআইডি।

তদন্তে দেখা যায়, অন্যের সুপারিশ এবং নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে চাকরি করতেন অনিমেষ। নিয়োগপত্রের মেমো নম্বর এক রেখে নিজের নাম নিয়োগপত্রে বদলে নেন বলে অভিযোগ। প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে গ্রেফতার করেন সিআইডি। ছেলে অবশ্য পালিয়ে বেড়াচ্ছিলেন তখনও। শেষপর্যন্ত ধরা পড়েন তিনি। কবে? এবছরের ১৪ জুলাই। রেহাই পেলেন না শিক্ষা দফতরের আধিকারিকও।

সিআইডি সূত্রে খবর, ধৃতের নাম সুশীল কুমার বর্মন। মুর্শিদাবাদেরই জঙ্গিপুরে সহকারী স্কুল পরিদর্শক পদে কর্মরত তিনি। ওয়েবসাইটে অনিমেষ তিওয়ারি মাইনে সংক্রান্ত ফাইন আপলোড করেছিলেন সুশীল। এখনও খোঁজ মিলছে না সেই ফাইলের।

এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে  প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে সিবিআই। সেই চার্জশিটে ওই ৪ শিক্ষককে সাক্ষী করার রীতিমতো ক্ষুদ্ধ আদালত। অভিযোগ, টাকা বিনিময়ে চাকরি পেয়েছেন ৪ জনই। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ধৃতেরা সকলেই মুর্শিদাবাদ জেলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.