পথে দুর্ঘটনায় ভাঙ্গলো হাত। একাধিক আঘাত, তীব্র যন্ত্রণা নিয়েও প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছোলেন দাসপুরের একজন দায়িত্বশীল শিক্ষক। চলন্ত অবস্থায় লরির দড়ি খুলে বাইক চালকের গলায় পেঁচিয়ে যায়। বাইক চালাচ্ছিলেন সোনামুই হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত জানা। স্কুলে ছিল পরীক্ষা কেন্দ্র।
জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রশ্নপত্র আনতে তিনি রওনা দিয়েছিলেন দাসপুর থানার উদ্দেশ্যে। চলন্ত অবস্থায় রাস্তায় একটি লরির দড়ি খুলে রঞ্জিতবাবুর গলায় পেঁচিয়ে যায়। রাস্তায় ছিটকে পড়েন তিনি। ভেঙ্গে যায় হাত, ব্যাক বোন। এদিকে সঠিক সময়ে স্কুলে প্রশ্ন পৌঁছাতে হবে। তাই ভাঙ্গা হাত, একাধিক আঘাত নিয়ে, তীব্র যন্ত্রনায় কাতরাতে কাতরাতে সঠিক সময়ে স্কুলে ফেরেন তিনি ও আরো এক সঙ্গী। পরীক্ষা সঠিক সময়ে শুরু করতে তাঁর দায়িত্ব বোধ দেখে হতবাক অন্যরা। তাঁর চিকিৎসার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।