Swadighi, ​​Kolaghat, কোলাঘাটের জলবন্দি এলাকার জল বের করতে সোয়াদিঘি খাল পরিদর্শন

বন্যায় জলবন্দি এলাকার জমা জল দ্রুত বের করার দাবিতে গতকাল সোয়াদিঘি খাল সংস্কার সমিতি ও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির নেতৃত্বে কোলাঘাট ব্লকের জলবন্দি এলাকার মানুষজন তমলুকে সেচ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে দপ্তরের এসডিও সৈনভ সিনহা সোয়াদিঘি খালের শহিদ মাতঙ্গিনী ও কোলাঘাট ব্লক এলাকার যেখানে যেখানে নিকাশী অবরুদ্ধ হয়ে রয়েছে, সেই জায়গাগুলি আজ বিকালে পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন সোয়াদিঘি খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা, পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। বল্লুক, হোগলবেড়িয়া, চাঠরা, জঁফুলি প্রভৃতি এলাকাগুলি পরিদর্শন করেন সেচ দপ্তরের এসডিও।

সংগঠন দুটির পক্ষে মধুসূদনবাবু ও নারায়ণবাবু জানান, পুজোর আগেই দ্রুত ওই জলমগ্ন এলাকার দূষিত জল জরুরি ভিত্তিতে বের করার পদক্ষেপ করা না হলে কমিটি আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.