“মুখ্যমন্ত্রী দুর্গাপুজোয় ক্লাবগুলির সরকারি অনুদান দিচ্ছেন, এই টাকা রাজ্যের জনগণের করের টাকা। কিন্তু নন্দকুমারের বিধায়ক সুকুমার দে যেভাবে ক্লাবগুলিকে ধমকাচ্ছেন মনে হচ্ছে অনুদানের টাকা যেন ওনাদের পৈতৃক সম্পত্তি।”
ওই ধমকানোর ভিডিয়ো-সহ এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “বিধায়ক সুকুমার দে’র বক্তব্য, যেহেতু অনুদানের টাকা সরকার দিচ্ছে, সেহেতু ক্লাবগুলিকে পুজোর মণ্ডপে মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতেই হবে বাধ্যতা মূলকভাবে, এবং তিনি তার বিধানসভার অধীনস্ত সরকারি অনুদান প্রাপ্ত ক্লাবগুলির পুজো মণ্ডপ ঘুরে দেখবেন, এবং তার কথামতো যদি কোনো মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকে তাহলে সেই ক্লাব যাতে আগামী বছর অনুদান না পায় সেই ব্যবস্থা তিনি করবেন।
নন্দকুমারে বিধায়ককে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, সরকার অনুদানের যে টাকা ক্লাবগুলিকে দিচ্ছে সেই টাকা পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকা, আপনার দলের টাকা নয়। তৃণমূলের কোনো নেতার পৈতৃক টাকা নয়। আর আগামী বছরের ব্যাপার আগামী বছর দেখা যাবে। আপনার দল, সরকার ক্ষমতায় আসবে না। আগামী বছর আপনিও এক্স এমএলএ হবেন, আর আপনার মালিকও এক্স হবেন। তাই ক্ষমতার দম্ভে হুমকি, আস্ফালন দেখানোর আগে ভালো করে ভেবেচিন্তে কথা বলুন!”