পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার রাতে এক্সবার্তায় তিনি লিখেছেন, “৩-০, বার বার ৩ বার… এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে অভিনন্দন।”
প্রসঙ্গত, ভারত অতি দ্রুত তৃতীয় উইকেটটি হারালেও শেষ পর্যন্ত তরী ডুবল না। টানা তৃতীয় বার, রবিবার রাতে ২০ রানের মাথায় পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিল ভারত। ফাইনাল হল ফাইনালের মতোই। শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনার, রুদ্ধশ্বাস লড়াই। খাদের কিনারায় দাঁড়িয়েও ভারতীয় দল দেখিয়ে দিল, তাদের কখনওই হিসাবের বাইরে রাখলে চলে না।”