আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলাদের বিশ্বকাপ। প্রথম ম্যাচে ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কোনও বার বিশ্বকাপ না জিতলেও ঘরের মাঠে হরমনপ্রীত কউরেরা ট্রফির দাবিদার হিসাবেই নামবেন। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব মনে করছেন, ভারতের অস্ত্র হতে চলেছেন জেমাইমা রদ্রিগেস।
সম্প্রতি সংক্রামক জ্বর থেকে সেরে উঠেছেন জেমাইমা। সে জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি এক দিনের ম্যাচে খেলতে পারেননি। তবে সূর্যকুমারের মনে ধরেছে জেমাইমার খেলা। যে ভাবে জেমাইমা নিজেকে সব সময় শান্ত এবং ইতিবাচক রাখেন, মুখে হাসি ধরে রাখেন তার প্রশংসা করেছেন সূর্য।
বোর্ডের প্রকাশিত ভিডিয়োয় সূর্য বলেছেন, “জেমিকে বর্ণনা করতে হলে একটা কথাই বলব, ‘ছোটা প্যাকেট, বড়া ধমাকা’। সবচেয়ে যেটা ভাল লাগে তা হল ওর মুখে সর্ব ক্ষণ হাসি। পরিস্থিতি যা-ই হোক না কেন, ম্যাচ নিয়ন্ত্রণে থাকুক বা না থাকুক, ও শান্ত থাকে।”
সূর্যকুমার আরও বলেছেন, “বিশ্বকাপে খেলা সকলেই কাছেই দারুণ সুযোগ। আমি নিশ্চিত জেমাইমা ভাল খেলবে। মাঠের মধ্যে ওর স্ফূর্তি দেখার মতো। ওর উপস্থিতি সংক্রামক।”
সূর্য আরও একটি চমকপ্রদ কথা বলেছেন। চাপের ম্যাচে কী ভাবে শান্ত থাকতে হবে, তা না কি জেমাইমার থেকেই শেখে ভারতের পুরুষ দল। সূর্যের কথায়, “জেমির থেকে অনেক কিছু শিখি আমরা। ও যে ভাবে চাপের মুখে খেলে সেটা দেখে আমরাও করে দেখাতে চাই। আসল কথা হল, নিজে যে কাজটা করছ সেটাই করে যাও। মুহূর্তটা উপভোগ করো।”
বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৮ বলে ৬৬ রান করেন জেমাইমা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শনিবার আর একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।